নয়াদিল্লি: ভারতের কমেডি জগতে ধাক্কা। মারা গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তারপর থেকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। দিল্লি এইমসে ভর্তি ছিলেন এক মাসেরও বেশি সময়। শেষ পর্যন্ত নিভে গেল তাঁর জীবন প্রদীপ। মাত্র ৫৮ বছর বয়সে ভারতের কমেডি জগত হারাল তার অন্যতম উজ্জ্বল তারকাকে।
১০ আগস্ট তিনি জিম করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে চলছে যমে-মানুষে টানাটানি। ঠিক তার কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন রাজু। সেখানে তাঁর রসিকতায় উঠে এসেছিল যমরাজের প্রসঙ্গও। গত কয়েকদিন ধরে সেই ভিডিও ভাইরাল রয়েছে।
কী রয়েছে সেই ভিডিওতে:
বলতে শোনা যাচ্ছে, 'নমস্কার, এমনিই বসে রয়েছি। জীবনে এমন একটা কাজ করো যে যমরাজও যদি আসে নিয়ে যাওয়ার জন্য তাহলে তিনি বলবেন ভাই, মহিষে বসো। না, আপনি হাঁটছেন, ভাল লাগছে না। আপনি ভাল মানুষ, মহিষে বসুন। আমি হেঁটে যাব।' এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোটাটাই তাঁকে বলতে শোনা যাচ্ছে গজোধর স্টাইলে।
কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের অবস্থা সংকটাপন্ন। ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁকে এইমস-এ ভর্তি করা হয়েছিল। একই সঙ্গে ভক্ত ও পরিবার তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছিলেন। অভিনয় জগতের একাধিক তারকা তাঁর আরোগ্য কামনা করে পোস্ট করেছিলেন। কিন্তু, তা হয়তো আর কাজে আসেনি। শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হেরেই গেলেন 'গজোধর ভাইয়া'।
আরও পড়ুন: ঈশ্বর হাসতে চেয়েছিলেন, তাই রাজু ভাইকে ডেকে নিলেন', মনখারাপি লেখা মীরের