কলকাতা: দুজনের খেলার ময়দান যেন এক ছিল। লক্ষ্যও এক। মানুষের মুখে হাসি ফোটানো। হয়তো সেটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছিল। আজ, রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav)-এর প্রয়াণে যখন মনখারাপ গোটা সোশ্যাল মিডিয়ার, তখন সেখানেও নিজের ভাবনা দিয়েই সান্তনার প্রলেপ দিলেন মীর আফসর আলি (Mir Afsar Ali)।


কোনও ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি সাদা কালো লাইন পোস্ট করেন মীর। ইংরাজিতে। তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ঈশ্বরের মনখারাপ ছিল। উনি হাসতে চেয়েছিলেন। আর তাই তিনি একটা ব্যক্তিগত কমেডি শো করার জন্য রাজু ভাই (Raju Shrivastav)-কে ডেকে নিলেন।'


অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় সুভাষ আগরওয়াল লেখেন, 'রাজু শ্রীবস্তবের অকাল প্রয়াণের খবর পেয়ে মন ভেঙে গেল যেন। উনি যে কোনও চরিত্রের নকল করতে পারতেন অনায়াসেই।'


আরও পড়ুন: Raju Srivastav Passes Away: 'অবলীলায় সমস্ত চরিত্রকে নকল করতেন রাজু', কমেডিয়ানের প্রয়াণে মনখারাপের ঢেউ সোশ্যাল মিডিয়ায়


সুমিত কাদেল লিখেছেন, 'শান্তিতে ঘুমান রাজু শ্রীবাস্তব। আপনি ভারতীয় কমেডির নক্ষত্র। আমার চিরকালের প্রিয়। ওম শান্তি গজরাজ ভাই।' হর্ষ সংহবি লিখেছেন, 'খুব তাড়াতাড়ি বড্ড দূরে চলে গেলে।'



 


গত ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ, সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। 


বলিউডে খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন রাজু। পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। আর তাই, রূপোর চামচ মুখে দিয়ে রাজুর জন্ম হয়নি একেবারেই। নিজের জায়গা করে নিয়েছিলেন লড়াই করে। ম্যায়নে পেয়ার কিয়া (Maine Peyaar Kiya), বাজিগর (Baazigarh), বোম্বে টু গোয়া (Bombay to Goa) ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আমদানি আঠান্নি খরচা রুপাইয়া (Amdani Athanni Kharcha Rupaiya) ছবিতে তিনি একজন হাস্যকৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন।