নয়াদিল্লি: বিগ বসে গিয়ে ভোজপুরী ভাষার অপমান করার অভিযোগে সংসদ মার্গ থানায় বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হল। দিল্লির ভোজপুরী সম্মেলন এই অভিযোগ করেছে। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেওয়ার পরেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল।



‘আইয়ারি’ ছবির প্রচারে বিগ বসে গিয়েছিলেন সিদ্ধার্থ। সেখানে তাঁকে ভোজপুরী ভাষায় একটি সংলাপ বলতে বলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সেই সংলাপ বলার পরে সিদ্ধার্থ বলেন, ‘মনে হচ্ছে শৌচাগারে বসে আছি।’ এই মন্তব্যের নিন্দা করেন অভিনেত্রী নীতু চন্দ্র ও অভিনেতা তথা দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি। এরপরেই ২২ কোটি মানুষের ভাষার অবমাননার অভিযোগে সিদ্ধার্থর বিরুদ্ধে এফআইআর করা হল।