প্রভাসের বিয়ে এ বছরই, জানালেন কাকা, পাত্রী অনুষ্কা শেট্টি?
Web Desk, ABP Ananda | 20 Jan 2018 04:41 PM (IST)
নয়াদিল্লি: বাস্তবে কি এবার ‘দেবসেনা’-কে বিয়ে করতে চলেছেন ‘বাহুবলী’? তেমন সম্ভাবনা ক্রমশঃ জোরাল হচ্ছে। প্রভাসের কাকা কৃষ্ণম রাজু জানিয়েছেন, এ বছরই বিয়ে করছেন তাঁর ভাইপো। পাত্রী কে সেটা অবশ্য জানাননি রাজু। তবে অনুষ্কার বদলে অন্য কারও সঙ্গে যদি প্রভাসের বিয়ে হয়, তাহলে দুই তারকার ভক্তরাই হতাশ হবেন। আজ রাজুর জন্মদিন। তেলুগু ছবির এই জনপ্রিয় অভিনেতাকে তাঁর বিখ্যাত ভাইপোর বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রতিটি সাক্ষাৎকারেই এই প্রশ্নের জবাব দেওয়া একটু বিড়ম্বনার। প্রভাস বিয়ে করতে ইচ্ছুক। এ বছরই ও বিয়ে করবে।’ প্রভাস ও অনুষ্কা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। তাঁদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। অনুষ্কার জন্মদিনে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন প্রভাস। পাল্টা তাঁর জন্মদিনে আবার একটি দারুণ ঘড়ি উপহার দেন অনুষ্কা। প্রভাস অবশ্য দাবি করেছেন, তিনি ও অনুষ্কা শুধুই বন্ধু। তিনি এমন একজনকে বিয়ে করবেন, যাঁকে পরিবারের লোকজন পছন্দ করবেন। এখন প্রশ্ন হল, অনুষ্কাকে কি প্রভাসের পরিবারের লোকজনের পছন্দ নয়? কিছুদিনের মধ্যেই উত্তর পাওয়া যাবে।