ঢাকা: একদিনের ক্রিকেটে বাংলাদেশের লজ্জার হার শ্রীলঙ্কার। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের কাছে ১৬৩ রানে হারল শ্রীলঙ্কা। একদিনের ক্রিকেটে বাংলাদেশের এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়।
তামিম ইকবালের ৮৪ রানে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩২০ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
কোচ পরিবর্তন করেও দলের পারফরম্যান্সে তেমন কোনও বড় বদল চোখে পড়েনি। আগের ম্যাচ জিম্বাবোয়ের কাছেও হারতে হয়েছে হাতুরেসিঙ্ঘের দলকে।
শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে খুশি বাংলাদেশের অধিনায়ক মাশরফি মোর্তাজা। তিনি বলেছেন, সাম্প্রতিক অতীতে এটাই আমাদের সবচেয়ে সেরা জয়। তামিম সেঞ্চুরি হাতছাড়া করেছে। শাকিবও সেঞ্চুরি করতে পারত।
তামিমের ইনিংসে ছিল দুটি ছক্কা ও সাতটি চার। তাঁকে যোগ্যসঙ্গত করেন শাকিব অল হাসান। তিনি করেন ৬৭ রান। বল গাতে ৪৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ শাকিব।
বাংলাদেশের হয়ে মুশফিকর রহিমও ৬২ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে মাত্র ১৫৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এই ম্যাচে খেলেননি শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
তামিমের ৮৪, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সবচেয়ে বড় জয় বাংলাদেশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2018 02:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -