বিগ বস-১৫ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুরাগীরা। আসন্ন সিজনে থাকতে চলেছে নানা চমক। সম্প্রতি যে প্রোমো প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে বিগ বিসের এবারের থিম 'জঙ্গল'। নতুন প্রোমোতে সলমন খানকেও তেমনভাবেই দেখা গিয়েছে। ফ্যানেদের মতে এবারের প্রোমো দিয়ে প্রতিযোগীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বিগ বসের বাড়িতে লড়াই এবার আরও কঠিন হতে চলেছে।    


সাধারণত বিগ বসে রীতিমতো 'ল্যাভিস' লাইফস্টাইল কাটাতে দেখা যায় প্রতিযোগীদের। এবারে অবশ্য সেখানে বদল আসতে চলেছে। খোলা আকাশের মাঝে স্বাভাবিক জীবনের আরাম ছাড়াই কঠিন সময় কাটাতে হতে পারে এবারের প্রতিযোগীদের। সেখানে একটি গাছও রয়েছে। যার নাম- বিশ্বসুন্তরী। যেখানে ভয়েস ওভার দিতে শোনা গিয়েছে কিংবদন্তি অভিনেত্রী রেখাকে।     


এবারের জঙ্গল থিমের মধ্যে প্রতিযোগীদের মশা এবং পোকামাকড়ের সঙ্গেই সহবাস করতে হবে বলে শোনা যাচ্ছে। জঙ্গল এবং ঠান্ডা কনকনে হাওয়ার মধ্যেই বিগ বসের বাড়িতে থাকতে হবে প্রতিযোগীদের। রাতে ঘুমও উড়তে চলেছে সকলের। এই প্রোমোটির ক্যাপশন দেওয়া হয়েছে, 'এই বার বিগ বস ১৫- এর কষ্ট জঙ্গল থেকে শুরু হবে। আপনি কতটা উত্তেজিত?"      



এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে বিগ বস। দেখা যাচ্ছে, একটি জঙ্গলের মধ্যে বিগ বসের বাড়ি খুঁজছেন সলমন। প্রোমোতে শোনা যায়, এই বার বাড়ির সকলকে আগে জঙ্গল পার করতে হবে, তারপরই খোঁজ মিলবে বিগ বসের বাড়ির। ভিডিয়োর শেষে সলমন বলেন, “জঙ্গলে সংকট। ছড়াবে দঙ্গলে দঙ্গল। আপনি তৈরি তো?”    


তাই বোঝাই যাচ্ছে যে এবারের সিজন অন্যরকম রোমাঞ্চ নিয়ে আসতে চলেছে। জঙ্গলের সিকোয়েন্স একটি বড় ভূমিকা নিতে চলেছে। বিগ বস সিজন ১৫-এর ঘরে কে প্রবেশ করতে চলেছেন তা নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক গুঞ্জনও চলছে।