জীবনসঙ্গিনী হিসাবে “ঘরোয়া মেয়ে” পছন্দ, টাইগারের মন্তব্যে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2016 01:29 PM (IST)
NEXT
PREV
মুম্বই: “ হিরোপন্হি” সিনেমার মধ্যে দিয়ে বলিউডে যাত্রা শুরু করা নামী অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ জানালেন, তিনি এমন কোনও মেয়েকে জীবনসঙ্গিনী করতে চান যে হবে একদম ঘরোয়া, এক কথায় বলতে গেলে “গৃহবধূ”। তিনি গ্রামের মেয়ে পছন্দ করেন, তাই তেমন মেয়েই তিনি বিয়ে করতে চান, যে ঘর দুয়ার গুছিয়ে রাখার পাশাপাশি, তাঁকে ভাল মন্দ রান্না করেও খাওয়াবে। কিন্তু টাইগারের এই বক্ত্বব্য সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় । টাইগারের মন্তব্যে অনেকেই তাকে উপহাস করেন। চাপে পড়ে টুইটারে নিজের অবস্হান ব্যখ্যা করেন। ২৬ এই প্রতিভাবান অভিনেতা আত্মপক্ষ সমর্থনে বলেন যে তিনি নারীর ক্ষমতায়ন ও নারীর সমানাধিকারের পক্ষে, তিনি বিশ্বাস করেন নারীরা যে পুরুষের সমান বা কখনো কখনো তাদের থেকেও বেশী ক্ষমতাশালী , সে কথা আমি সবসময় বলে এসেছি । তার মা ও বোনকে সে অত্যন্ত ভালোবাসেন ও শ্রদ্ধা করেন, তাই এমন কোনো কথা বলবেন না যাতে অন্য মহিলাদের মানহানি হয়।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -