ফ্রান্সের হাতে গেল প্যারিস হামলার সন্দেহভাজন আবদেসলাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2016 10:50 AM (IST)
ব্রাসেলস: প্যারিসে হামলায় জড়িত সন্দেহভাজন শীর্ষ সন্ত্রাসবাদী সালাহ আবদেসলামকে ফরাসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন বেলজিয়ামের ফেডারেল আইনজীবীরা। বেলজিয়ামে বড় হয়ে উঠলেও আবদেসলাম আদতে মরক্কো বংশোদ্ভূত ফরাসি। প্যারিসে গত নভেম্বরে ভয়াবহ নাশকতা চালানো সন্ত্রাসবাদী স্কোয়াডের সদস্যদের মধ্যে একমাত্র সে-ই জীবিত বলে ধারণা তদন্তকারীদের। ফরাসি রাজধানীর বুকে ঘটে যাওয়া সেই হামলায় ১৩০ জন প্রাণ হারিয়েছিলেন। ইংরেজিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালেই ২০১৫-র ১৩ নভেম্বরের প্যারিস হামলার ঘটনার ব্যাপারে সালেহ আবদেসলামকে ফরাসি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করানো হয়েছে। তবে ঠিক কখন বা কোন পরিস্থিতি, ঘটনাবলীর জেরে ওকে হস্তান্তর করা হল, সে ব্যাপারে আর কোনও তথ্য দেওয়া হবে না। প্রসঙ্গত, গত ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রোয় সন্ত্রাসবাদী হামলা চালানো তিন মানববোমার সঙ্গে তার যোগসূত্র আছে কিনা, সে ব্যাপারে আবদেসলামকে জেরা করার চেষ্টা করেছে বেলজিয়াম পুলিশও। সেদিনের ভয়াবহ নাশকতার বলি হয়েছিলেন ৩২ জন। কয়েকশো জখম হন।