মুম্বই: বরুণ ধবন ও সারা আলি খান অভিনীত ‘কুলি নং ১’ দর্শকদের মন একেবারেই জয় করতে পারেনি। আইএমডিবি দর্শকদের ছবিটি রেটিং করার সুযোগ দিয়েছিল। তাতে ডেভিড ধবন পরিচালিত ছবিটি পেয়েছে মাত্র ১.৪ । এর আগের কম রেটিং পাওয়া ছবিগুলির মধ্যে রয়েছে, ‘রেস ৩’ যার রেটিং দেওয়া হয়েছিল ১.৯ এবং ‘হিম্মতওয়ালা’কে ১.৭ রেটিং দেওয়া হয়েছিল। জনি প্লাস হটস্টারে প্রকাশিত ‘সড়ক ২’ ১.0 রেটিং পেয়েছিল।
গত শুক্রবার বড়দিনে ছবিটি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়। প্রায় ২৩ হাজার দর্শক এটি আইএমডিবিতে রেটিং দিয়েছেন। অ্যামাজন দাবি করেছে যে এটি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী চলচ্চিত্র ছিল। তাৎপর্যপূর্ণভাবে, ছবিটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বলা হচ্ছে, এর প্লটটি বর্তমান সময়কে ধরতে পারেনি, স্টোরি লাইনটিও পুরানো ছবির মতোই।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত গোবিন্দা ও করিশ্মা অভিনীত ‘কুলি নম্বর ১’-এর রিমেক এই ছবি। কাস্ট বদলালেও পরিচালক সেই ডেভিড ধবন। এই ছবিতে ফের একবার বাবা ডেভিডের পরিচালনায় কাজ করলেন বরুণ। পাশাপাশি এই প্রথম জুটিতে দেখা মিলল বরুণ-সারার। ছবিতে আছে, নিজের মেয়ে সারা আলি খানের জন্য বিবাহযোগ্য পাত্র খুঁজছেন পরেশ রাওয়াল। সেই পাত্রকে হতে হবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি, এরপর তিনি মেয়ের জন্য খুঁজে পেলেন- ‘ইন্ডিয়ার রিচি রিচ হাজব্যান্ড’। যে বুর্জ খলিফার মালিক, ভবিষ্যতে হয়ত হোয়াইট হাউজও কিনে নেবে! সিঙ্গাপুরের রাজপুত্র কুওয়ার রাজ প্রতাপ সিংয়ের অবতারে সারা ও পরেশ রাওয়ালের সামনে এলেন বরুণ। সারা ও পরেশ দুজনেরই মন জিতে নিলেন। হঠাৎ অন্য অবতারে সামনে এলেন তিনি। এবার একজন কুলি যার নাম রাজু। রাজু আর রাজ প্রতাপ সিং কি একজনই মানুষ, যাঁরা বাবা-মেয়েকে বোকা বানাচ্ছে নাকি এঁরা যমজ ভাই? এই কনফিউশন নিয়ে এগোয় ছবির গল্প। পুরনো ছবির ‘গোরিয়া তুরানা মেরা জিয়া’, ‘তুঝকো মিরচি লাগি তো’-র মতো গান গুলিও ছবিতে আছে। বরুণ,সারা, পরেশ রাওয়াল ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জনি লিভার, রাজপাল যাদব এবং জাভেদ জাফরি।