ভারতে ইতিমধ্যেই করোনা-আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শিখা বলেছেন, একজন নার্স ,একজন এন্টারটেনার হিসেবে সর্বদাই দেশের সেবার জন্য প্রস্তুত, যেখানেই হোক, যখনই হোক। অনুগ্রহ করে বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন, সরকারকে সাহায্য করুন।
যাঁদের মেডিক্যাল ডিগ্রি রয়েছে, তাঁদের অতি সংক্রামক এই রোগের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন শিখা। তিনি মুম্বইয়ের যোগেশ্বরীতে বালাসাহেব ঠাকরে ট্রমা সেন্টারেও কাজ করছেন।
শিখা বলেছেন, তিনি বেশ কয়েকটি নামী হাসপাতালে আবেদন করেছিলেন। বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে কথা বলার পর বালাসাহেব ঠাকরের নামাঙ্কিত হাসপাতালে কাজ করছেন। শিখার এই প্রয়াসের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। একজনের মন্তব্য, ম্যাডাম, আপনি প্রকৃত হিরো।
অন্য একজন বলেছেন, এটা কিন্তু অত্যন্ত সাহসী পদক্ষেপ।