নয়াদিল্লি: শুক্রবার সকালেই দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৫ এপ্রিল রাত নটায় নয় মিনিটের জন্য আলো জ্বালবার আবেদন জানিয়েছেন। তাঁর এই আর্জি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। এরইমধ্যে মোদির আবেদন নিয়ে অভিনেত্রী স্বরা ভাস্কর একটি ট্যুইট করেছেন।


সামাজিক বিষয় নিয়ে নিজস্ব মতামত জানাতে আদৌ দ্বিধা করেন না স্বরা। এবার মোদির আর্জি প্রসঙ্গে তাঁর ট্যুইট-থালা বাজান, প্রদীপ জ্বালান, টর্চ জ্বালান, সব করুন..কিন্তু মনে রাখবেন যে, হাসপাতালে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মচারীরা রয়েছেন, যাঁদের এসব প্রদর্শনের চেয়ে অনেক বেশি করে গ্লাভস, মাস্কের মতো সুরক্ষা সামগ্রী প্রয়োজন তাঁদের জীবন বাঁচানোর জন্য, যাতে তাঁরা করোনাভাইরাসের প্রকোপ থেকে দেশকে রক্ষা করতে পারেন।

স্বরা তাঁর ট্যুইটে হ্যাশট্যাগ ‘ডকসনিডসগিয়ার’ ব্য়বহার করেছেন।



এই ট্যুইটের জন্য ইউজারদের একাংশ স্বরাকে ট্রোল করেছে। আবার অন্যরা তাঁকে সমর্থনও করেছেন।

স্বরা ছাড়াও টেলিভিশন তথা সিনেমা অভিনেত্রী শ্রুতি শেঠও প্রধানমন্ত্রীর আর্জি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর ট্যুইট-আমরা কি একবারের জন্যও কিছু বাস্তবিক সমাধান করতে পারি। অনেক লোক ঘরছাড়া, রোজগারহীন, অভূক্ত এপবং মোমবাতিতে এতে কোনও ফারাক হবে না।



উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর ভিডিও বার্তায় দেশবাসীকে আগামী রবিবার রাত নয়টা নয় মিনিটের জন্য বাড়ির বারান্দায় বা দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির সব আলো বন্ধ প্রদীপ, মোমবাতি বা মোবাইলের টর্চ জ্বালানোর আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, করোনার অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে হবে তাই আগামী ৫ এপ্রিল অর্থাত্ রবিবার দেশবাসীকে নতুন সঙ্কল্প নিতে আহ্বান জানালেন তিনি। করোনার অন্ধকারকে চ্যালেঞ্জ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বলিউডের বিভিন্ন সেলিব্রিটি প্রধানমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। প্রসূণ জোশী বলেছেন, প্রধানমন্ত্রী করোনার অন্ধকারের বিরুদ্দে লড়াইয়ের জন্য আগামী ৫ এপ্রিল রাত নয়টায় ৯ মিনিটের জন্য একসূত্রে আসার যে আগ্রহের কথা জানিয়েছেন, তাতে একযোগে সামিল হতে হবে।



বীর দাসের ট্যুইট –পুণরাবৃত্তি: রবিবার বাড়ির মধ্যে থেকেই সংহতি প্রদর্শন। এটা দিপাবলী নয়।



রঙ্গোলি চান্দেল বলেছেন, প্রদীপ জ্বালানো খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গী।  প্রদীপ একটা অনন্য  শক্তির সঞ্চার করে, যা খুবই স্নিগ্ধ ও কার্যকরী। একে অপরকে সমর্থন জানাতে  এটা করা দরকার।