নয়াদিল্লি: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা রঙ্গনাথ মাধবন বা আর মাধবন। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন কোভিড পজিটিভ হওয়ার খবর। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের মিস্টার পারফেরশনিস্ট আমির খান। আমির-মাধবনের সুপারহিট ছবি 'থ্রি ইডিয়স'-এর প্রসঙ্গ টেনে মজার পোস্ট করেছেন অভিনেতা। 


চেতন ভগতের লেখা 'থ্রি মিসটেকস অফ মাই লাইফ' -এর গল্প অবলম্বনে তৈরি হয়েছিল বলিউড ছবি 'থ্রি ইডিয়েটস'। সেই ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। বাকি দুই গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আর মাধবন ও শরমন যোশী। ছবিতে তাঁদের নাম হয়েছিল ফারহান ও রাজু। আর আমির খান অভিনয় করেছিলেন র‌্যাঞ্চোর ভূমিকায়। তাঁর বিপরীতে ছিলেন করিনা কপূর। ছবির তাঁদের কলেজের প্রিন্সিপালের ভূমিকায় অভিনয় করেছিলেন বোমান ইরানি। গল্প অনুযায়ী, তাঁর মজার ডাকনাম হয়েছিল ভাইরাস। 


আজ নিজের ট্যুইটারে 'থ্রি ইডিয়েটস' ছবির পোস্টার শেয়ার করেন মাধবন। যদিও সেই পোস্টারে দেখা মেলেনি শরমনের। শুধু রয়েছেন মাধবন ও আমির। ছবিটি শেয়ার করে মাধবন লেখেন, 'ফারহান তো সবসময়ই র‌্যাঞ্চোকে অনুসরণ করে। কিন্তু এবার শয়তান ভাইরাস আমাদের ধরেছে। কিন্তু আল ইজ ওয়েল এর মত কোভিডও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যে রাজুকে এনে ফেলতে চাই না। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।'


'অমৃকি পন্ডিত' ছবিতে অভিনয় করচিলেন মাধবন। আপাতত ছেদ পড়েছে ছবির শ্যুটিং-এ। যদিও বাড়িতেই রয়েছেন মাধবন। অন্যদিকে ফের ছড়িয়ে পড়ছে করোনা। কোভিডের থাবায় আক্রান্ত হচ্ছে দেশের একাধিক জায়গার মানুষ। দেশের মধ্যে বর্তামানে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। একদিনে মহারাষ্ট্রে ৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশে আজ আক্রান্তের সংখ্যা ৫৩,৪৭৬।


বলিউডেও করোনার থাবা এই প্রথম নয়। বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের পরিবার থেকে শুরু করে রেমো ডিসুজা, মালাইকা অরোরা, বরুণ ধবন, অর্জুন সিং সহ বহু তারকা করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা এখন সুস্থভাবেই জীবন যাপন করছেন।