কলকাতা: করোনামুক্ত হয়েও শেষরক্ষা হল না। প্রয়াত অরিজিৎ সিং-এর মা। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে অন্যান্য সমস্যাও ছিল। ইকমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কোভিড রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বাঁচানো গেল না ৫২ বছরের অদিতি সিংহকে।


দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন অরিজিৎ সিং-এর মা। একটি ফেসবুক পোস্ট থেকে ছড়িয়ে পড়ছিল তাঁর মায়ের অসুস্থ হওয়ার এই খবরটি। করোনা পরিস্থিতিতে রক্ত ও অক্সিজেনের খোঁজ পেতে অনেকেই ব্যবহার করছে। বাদ যাচ্ছেন না তারকারাও। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, বীরসা দাশগুপ্ত সহ একাধিক তারকারা অবিরত শেয়ার করে যাচ্ছেন প্রয়োজনীয় নম্বর। তাঁদের ফেসবুক প্রোফাইল উপচে পড়ছে অক্সিজেন, খাবার ও রক্ত সংক্রান্ত তথ্যে। অরিজিৎ সিংয়ের মায়ের অসুস্থতার খবর পেতে চেষ্টা করেছিলেন তাঁরাও। তাঁদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে অরিজিৎ সিং-এর পরিচয় দিয়েই রক্তের সন্ধান চেয়েছিলেন তাঁরা। যদিও শেষ অবধি মিলেছিল রক্তের সন্ধান।


রক্ত পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন গায়ক। কলকাতার বাইরে রয়েছেন তিনি আপাতত। অরিজিতের সেই পোস্টে তাঁর মায়ের সুস্থতা কামনা করে কমেন্ট করেছিলেন অনুরাগীরা। সেখানে অরিজিৎ লিখেছিলেন, 'যাঁরা আমায় সাহায্য করতে চাইছেন, তাঁদের অনেক ধন্যবাদ। তবে আমার যশ বা খ্যাতির জন্য কিছু করতে যাবেন না। এখন খুব জরুরি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে। কারও একার পাশে নয়।'


সোশ্যাল মিডিয়ায় সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন না অরিজিৎ। তবে এই কঠিন সময়ে তাঁর মাকে সাহায্য করার জন্য সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি গায়ক। তার সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা। কিছুদিন আগেই একটি পোস্টে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য প্লাজমা দানের অনুরোধ করেছেন গায়ক। বুধবার রাতেই হাসপাতালে অদিতি সিংহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।