মুম্বই: এত নাম থাকতে ছেলের নাম তৈমুর কেন, বিশেষ করে তৈমুর শুনলেই এখনও যখন মানুষের মনে রক্তপিপাসু এক শাসকের কথাই মনে পড়ে? বেশ কয়েকবার এই প্রশ্নের জবাব দিয়েছেন সেফ আলি খান। কিন্তু এবার তিনি যা বলেছেন, তাতে বিতর্ক কমার বদলে বাড়তে পারে। সেফ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া সম্পর্কে তাঁর ভালই ধারণা রয়েছে। কিন্তু যাই হোক, তাঁর পক্ষে তো ছেলের নাম রাম বা আলেকজান্ডার রাখা সম্ভব ছিল না। তাহলে শ্রুতিমধুর মুসলিম নাম তৈমুর কেন নয়?
তাঁর কথায়, ছেলেকে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ দিয়ে বড় করবেন তাঁরা, যাতে বড় হওয়ার পর মানুষের প্রশংসা পায় সে।
সেফ আরও বলেছেন, তিনি জানেন তুর্কি শাসক তৈমুরের কথা, তিনি হয়তো খানিকটা নৃশংসও ছিলেন। কিন্তু তাঁর দাবি, সেই নাম তিমুর, তৈমুর নয়। দুটি নাম একরকম শুনতে লাগছে কারণ দুটির উৎসও এক। তাছাড়া এখনকার চশমায় অতীতকে বিচারের চেষ্টা বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন তিনি। কারণ, তাঁর মতে, তাহলে তো অশোকও হিংস্র নাম। আলেকজান্ডারও তাই।
সেফ আরও বলেছেন, শাসক তৈমুরের অন্যতম বিশ্বাসভাজন সেনাপতি ছিলেন তাঁরই ছেলে। তাঁর নাম আবার ছিল শাহরুখ!
যাই হোক, ছেলের নাম তো রাম বা আলেকজান্ডার রাখতে পারতাম না: তৈমুর বিতর্কে বললেন সেফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2017 12:23 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -