মুম্বই: হাতে আর ঠিক এক মাস। তারপরেই দুই থেকে তিন হতে চলেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তাকে স্বাগত জানাতে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন হবু মা-বাবা। এবার হবু মা অনুষ্কাকে দেখা গেল মুম্বইয়ের এক ক্লিনিকে।

গাড়িতে করে ওই ক্লিনিকে হাজির হয়েছিলেন তিনি। পরনে ছিল কালো রঙের জামা। গলায় ছিল মঙ্গলসূত্র। ‘মম টু বি’-র এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে মুম্বইতে নিজের পরিবারের সঙ্গে আছেন অনুষ্কা। স্বামী বিরাট রয়েছেন অস্ট্রেলিয়ায়। পিতৃত্বকালীন ছুটি নিয়ে দ্রুত মুম্বইতে ফিরবেন তিনি। দিন কয়েক আগে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বিরাট। সন্তান পৃথিবীর আলো দেখার সময় তিনি অনুষ্কার সঙ্গে থাকতে চান তাও জানিয়েছেন তিনি।

অন্তঃসত্ত্বা পর্বে বিরাট খেয়াল রাখছেন অনুষ্কার, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা বোঝা যায়। দিনকয়েক আগে যোগাসনের ছবি পোস্ট করেন অনুষ্কা। যেখানে দেখা যাচ্ছে যোগাসন করতে অনুষ্কাকে সাহায্য় করছেন বিরাট। ওই ছবিতে তিনি ব্যাখ্যা করেন কেন যোগাসন করা প্রয়োজন। তিনি লিখেছিলেন,“এটা অত্যন্ত কঠিন একটা আসন। যোগাসন আমার জীবনের বড় একটা অংশ। আমার চিকিৎসক জানিয়েছেন এই ধরনের আসন আমি করতে পারি। তবে অবশ্যই কারোর সাহায্য নিয়ে।”

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ে হয় বিরুষ্কার। চলতি বছর জুলাইয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্য়ে আনেন তাঁরা। জানিয়েছিলেন জানুয়ারি মাসেই আসছে পরিবারের নতুন সদস্য। বিরাটকে সোশ্যাল মিডিয়ায় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি। সেই পোস্টে লিখেছেন, “৩ বছর পূর্ণ হল। খুব তাড়াতাড়ি ৩ হব আমরা।”