মুম্বই: গ্রেফতারি পরোয়ানা জারি হল প্রয়াত অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) 'হিন্দি মিডিয়াম' (Hindi Medium) ছবির অভিনেত্রী সাবা কামারের (Saba Qamar) বিরুদ্ধে। জানা যাচ্ছে, পাকিস্তানের একটি স্থানীয় আদালতের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। 


গত বছর লাহোরের একটি ঐতিহ্যপূর্ণ মসজিদের সামনে নাচের ভিডিওর শ্যুটিং করেছিলেন অভিনেত্রী সাবা কামার। সেই ভিডিও শ্যুটিংকে কেন্দ্র করেই আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, পবিত্র মসজিদের সামনে এই ধরনের নাচের ভিডিওর শ্যুটিং করে তিনি মসজিতের পবিত্রতা নষ্ট করেছেন বলে। সেই কারণে পাকিস্তানের সংবিধান অনুয়ায়ী সাবা কামার এবং গায়ক বিলাল সইদের বিরুদ্ধে ২৯৫ ধারায় অভিযোগ দায়ের করে লাহোর পুলিশ। মামলা চলাকালীন তাঁদের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযুক্ত সাবা এবং বিলাল দুজনেই আদালতের শুনানির জন্য বেশ কিছুদিন ধরে উপস্থিত না হওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। আগামি ৬ অক্টোবর মামলার শুনানি স্থগিত রেখেছে লাহোরের ম্যাজিস্ট্রেট আদালত।


আরও পড়ুন - Shahid-Mira Vacation Pics: শাহিদ কপূর-মীরা রাজপুতের বেড়াতে যাওয়ার ছবি দেখেছেন?


মসজিদের সামনে নাচের ভিডিওর শ্যুটিং করা থেকেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন সাবা কামার এবং বিলাল সইদ। দুজনের পক্ষ থেকেই ক্ষমা চাওয়া হয় এমন ঘটনার জন্য। পরবর্তীকালে সাবা কামার বলেন যে, 'আমরা সেখানে একটি বিয়ের (নিকাহ)দৃশ্যের শুটিং করছিলাম। কিন্তু সেখানে কোনও গান ব্য়বহার করা হয়নি বা ব্যাকগ্রাউন্ডে কোনও গান বাজছিল না। এমনকি পরে এডিট করেও কোনও গানের অংশ জুড়ে দেওয়া হয়নি।'


আরও পড়ুন - Sourav Ganguly Biopic: লাভ ফিল্মসের প্রযোজনায় রুপোলি পর্দায় সৌরভ গঙ্গােপাধ্যায়ের বায়োপিক


প্রসঙ্গত, ছবিতে অভিনয়ের পাশাপাশি চোট পর্দায় বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দেখা যায় সাবা কামারকে। পাকিস্তানের অভিনেত্রীরা যাঁরা সবথেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন, তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। ২০১৭ সালে ইরফান খান অভিনীত 'হিন্দি মিডিয়াম' ছবিতে অভিনয় করেন সাবা। ছবিতে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়।