যোধপুর: যখনই সলমন খান বিদেশ সফরে যাবেন আদালতের অনুমতি নিতে হবে তাঁকে। কৃষ্ণসার শিকার মামলায় এই নির্দেশই বলবৎ রাখল যোধপুরের একটি আদালত। সলমনের আইনজীবী এই নির্দেশিকার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। কিন্তু সরকারপক্ষের আইনজীবী আপত্তি তোলায় নিজের আবেদন প্রত্যাহার করে নেন তিনি।
কৃষ্ণসার শিকার মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সলমন, তাঁর ৫ বছর জেল হয়েছে। এর বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এখন সলমনের আইনজীবী তাঁর বিদেশযাত্রার ওপর বিধিনিষেধের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ায় সরকারপক্ষের আইনজীবী বলেন, যেহেতু এই মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে, তাই তাঁর বিদেশযাত্রার ওপর বরাবরের মত ছাড় দেওয়া ঠিক হবে না। এতে সলমনের আইনজীবী বলেন, আগে এ ক্ষেত্রে হাইকোর্ট বিদেশযাত্রার অনুমতি চাওয়া থেকে তাঁর মক্কেলকে অব্যাহতি দেয়।
জবাবে বিচারক জানতে চান, বিদেশে যাওয়ার আগে আদালতের অনুমতি নিতে সলমনের সমস্যা কোথায় হচ্ছে। তখন অভিনেতার আইনজীবী তাঁর আবেদন প্রত্যাহার করে নেন। যদিও তখনই নতুন আবেদন করে ছবির শ্যুটিংয়ের জন্য এ মাসেই তাঁর মক্কেলের মাল্টা ও সৌদি আরব যাওয়ার অনুমতি চান তিনি। বিচারক তাতে সম্মতিও দিয়েছেন।
আগামী মাসের ৫ ও ৬ তারিখ কৃষ্ণসার মামলার ফের শুনানি।
সলমন যতবারই বিদেশ যাবেন, নিতে হবে আদালতের অনুমতি
ABP Ananda, Web Desk
Updated at:
05 Aug 2018 02:21 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -