মুম্বইবস্তি ধারাভিতে ছড়িয়ে পড়েছে করোনা। লকডাউনে পরিস্থিতির চাপে সেখানেই আটকে রয়েছেন প্রচুর পরিযায়ী শ্রমিক। কাজের অভাবে প্রায়ই অভুক্ত থাকতে হচ্ছে তাঁদের। এমন পরিযায়ী শ্রমিকদের সাহায্যের আর্জি জানালেন সোহা আলি খান। লিখলেন 'প্রায় ৫০ হাজার পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন ধারাভিতে। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।'



টুইটারে একটি ফান্ডের লিঙ্ক শেয়ার করে সোহা লেখেন, 'মুম্বইয়ের সবচেয়ে বড় বস্তিতে থাবা বসিয়েছে করোনা! করোনাকে প্রতিরোধের একমাত্র উপায় সবাইকে ঘরে রাখা। ধারাভিতে আটকে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।'

এক আগে সংবাদমাধ্যমের কাছে লকডাউন নিয়ে কথা বলতে গিয়ে সোহা বলেন, 'লকডাউন আমার পরিবারকে আমার ভীষণ কাছে এনেছে। আমি ও কুণাল মেয়ের সঙ্গে খুব ভালো করে সময় কাটাচ্ছি। যাতে লকডাউনে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত থাকতে পারি সেই চেষ্টাই করছি। আমরা চেষ্টা করছি ইয়ানাকে বিভিন্ন নতুন নতুন খেলা শেখাবার।'