মুম্বই: গত দুটো বছর ধরে করোনা (Coronavirus) পরিস্থিতি চলছে। করোনা (Covid19) অতিমারির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফলে ছবির ব্যবসায় বিপুল ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সম্প্রতি পরিস্থিতি কিছুটা ঠিক হতে সিনেমাহল ফের খুলেছে। ফের দর্শক টিকিট কেটে সিনেমাহলে ছবি দেখতে আসছেন। এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন। দেশের নানা প্রান্তে রোজই ওমিক্রনের আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। ফলে ফের সংশয়ের মুখে বহু ছবির মুক্তি।


সিনেমাহল খোলার পর থেকে বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। এখনও বাকি বহু ছবির মুক্তি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ওমিক্রন যেভাবে চোখ রাঙাচ্ছে, তাতে ফের ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল চালু থাকার ঘোষণা করতে পারে বহু রাজ্য। আর সেই কারণেই ফের মুক্তি স্থগিত হয়ে যেতে পারে বহু বিগ বাজেট ছবির।


আরও পড়ুন - Top Enertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন এক ঝলকে


জানা যাচ্ছে, ইতিমধ্যেই করোনা পরিস্থিতির কারণে তেলুগু ছবির জগৎ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সামনেই মুক্তি পাওয়ার কথা বিগ বাজেট ছবি 'ট্রিপল আর'-এর। এই ছবিতে অভিনয় করেছেন রাম চরন, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগন, শ্রিয়া শরন এবং আরও অনেক তারকা। পরিচালক রাজামৌলির ছবি 'ট্রিপল আর' মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি। কিন্তু ওমিক্রনের ক্রমশ বাড়বাড়ন্তের কারণে ছবি মুক্তি নিয়ে সংশয়ে রয়েছেন নির্মাতারা। হতে পারে তাঁরা ছবির মুক্তি এই মুহূর্তে স্থগিতও করে দিতে পারেন।



'ট্রিপল আর'-এর মতো মুক্তি নিয়ে সংশয় দেখা যাচ্ছে 'বাহুবলী' খ্যাত প্রভাসের আগামী ছবি 'রাধে শ্যাম'কে ঘিরেও। ঠিক হয়েছিল আগামী ১৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে প্রভাস ও পূজা হেগড়ের রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম'। কিন্তু সম্প্রতি সূত্রের খবর, ওমিক্রনের কারণে এই ছবির মুক্তিও স্থগিত করতে পারেন নির্মাতারা। ইতিমধ্যেই বড় অনুষ্ঠানের আয়োজন করে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। কিন্তু যেভাবে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, তাতে বিগ বাজেট ছবির মুক্তিতে বিশেষ ভরসা পাচ্ছেন না নির্মাতারা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কিছু অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।