কলকাতা: সিএবি (CAB) প্রথম ডিভিশন ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ইডেনে সেঞ্চুরি হাঁকালেন মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। ওয়াইএমসিএ (YMCA) কলেজ স্ট্রিট ব্র্যাঞ্চের  বিরুদ্ধে মোহনবাগানের হয়ে এদিন শতরান করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।                       


এদিন ক্রিকেটের নন্দনকাননে  ১০০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন মনোজ। সিএবির প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে আজ মোহনবাগানের খেলা ছিল ওয়াইএমসিএর (কলেজ স্ট্রিটের) বিরুদ্ধে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৪১.২ ওভারে ১৭৩ রানে শেষ হয়ে যায় ওয়াইএমসিএর ইনিংস। ৩৫ রানের বিনিময়ে চার উইকেট নেন নীলকণ্ঠ দাস। অন্যদিকে, মনোজের শতরানে ভর করে ২৬.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। গতকালের মতো এদিনও হাত ঘোরান মনোজ, তবে ২ ওভার বল করে কোনও উইকেট পাননি।               


আরও পড়ুন, হঠাৎ কেন টেস্টকে বিদায় জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন রবি শাস্ত্রী


ম্যাচ ফিট ছিলেন না বলে ঘরোয়া ক্রিকেট মরসুমের প্রথম দুই টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali) ও বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলেননি মনোজ তিওয়ারি। তবে রঞ্জিতে খেলার খবর আগেই জানিয়েছিলেন। বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীকে রবিবার দেখা গেল ইডেন গার্ডেন্সে, মোহনবাগানের (Mohun Bagan) জার্সিতে। সিএবি-র প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে রবিবার ইডেনে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বিএনআর ক্লাব। সেখানে অবশ্য রান পাননি মনোজ। তবে বলও করেছিলেন ওই ম্যাচে। যদিও বাংলার প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ম্যাচ প্র্যাক্টিস করার সুযোগ পেয়ে তিনি খুশি।


এই মুহূর্তে চলছে সিএবি প্রথম ডিভিশনের ওয়ান ডে টুর্নামেন্ট। সোমবার নেতাজি সুভাষ ইনস্টিটিউটকে ৭ উইকেটে হারায় মনোহর পুকুর মিলন সমিতি। রাজস্থান ক্লাবকে আট উইকেটে হারায় শ্যামবাজার ক্লাব। আইবিএসএ-কে ১১৭ রানে পরাজিত করে টাউন ক্লাব। অন্যদিকে, কলকাতা পুলিশ ক্লাবকে ৪ উইকেটে হারায় ডালহৌসি এ.সি।