নয়াদিল্লি: পেট চালাতে মোবাইলের দোকান চালান। কিন্তু রাহুল রাজ নামে ছেলেটি হৃত্বিক রোশন ছাড়া কিছু জানেন না। তিনি অন্ধ হৃত্বিক-ভক্ত। মনপ্রাণ সঁপেছেন প্রিয় নায়কের প্রতি। এমন এক কাণ্ড করে বসেছেন রাহুল যা শুনলে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হবে। হৃত্বিকের সদ্য রিলিজ হওয়া ‘মহেঞ্জোদড়ো’ ছবির প্রথম দিনের প্রথম শো-এর ৭০টি টিকিট কিনে নিয়েছেন তিনি! কী করবেন, প্রশ্ন করা হলে রাহুল জানিয়েছেন, পরিবারের লোকজনদের নিয়ে ‘মহেঞ্জোদড়ো’ দেখতে যাওয়ার প্ল্যান নেই। তাহলে? উত্তর মেলেনি। প্রিয় তারকার প্রতি ভালবাসা, শ্রদ্ধার এক ধরনের বহিঃপ্রকাশ কি এটা? ‘মহেঞ্জোদড়ো’র সঙ্গেই রিলিজ করেছে অক্ষয় কুমারের ‘রুস্তম’। বক্স অফিসে হৃত্বিককে পিছনে ফেলে অক্ষয় আপাতত এগিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে।  কিন্তু তাতে কী হয়েছে? রাহুলের কাণ্ড জেনে থাকলে নিশ্চয়ই তৃপ্ত হবেন হৃত্বিক, অন্ততঃ রাহুলের মতো একজন ফ্যান তো তাঁর আছে!