মুম্বই: 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত অভিনেতা রাকেশ বেদীর স্ত্রী আরাধনা বেদী (Aradhana Bedi) এবার সাইবার প্রতারণার শিকার। ফোনে কথা বলতে বলতেই খোয়ালেন প্রায় ৫ লক্ষ টাকা। অথচ কোনও ওটিপি বলেননি, কোনও ব্যাঙ্কের তথ্য কাউকে শেয়ারও করেননি তিনি। তারপরেও সাইবার জালিয়াতির শিকার হলেন অভিনেতার স্ত্রী। এই বছরের শুরুর দিকেই রাকেশ বেদীও প্রতারণার শিকার (Cyber Scam) হয়েছিলেন। ফ্ল্যাট বিক্রির অছিলায় এক ব্যক্তি নিজেকে সেনাকর্মী বলে দাবি করে রাকেশ বেদীর (Rakesh Bedi) থেকে ৮৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন।


টেলিঅভিনেতা রাকেশ বেদীর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে এবার উধাও হল ৪.৯৮ লক্ষ টাকা। একটি ফোনে এক অচেনা ব্যক্তি আরধনাকে জানিয়েছিলেন যে ৪.৯৮ লাখ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আরাধনার অ্যাকাউন্টে ভুলবশত ট্রান্সফার হয়ে গিয়েছে। সেই জন্য টাকাটা ফেরত পাবার জন্য তিনি আরধনার কাছ থেকে ওটিপিও চেয়ে বসেন। কিন্তু ওটিপি দেননি আরাধনা বেদী (Aradhana Bedi)। তবু তাঁর কিছুক্ষণ পরে ফোন রেখে তিনি বুঝতে পারেন ফোনে কথা বলতে বলতেই সত্যি সত্যি টাকা উধাও হয়ে যায় আরাধনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।


এই ঘটনা সঙ্গে সঙ্গে আরাধনা জানিয়েছেন মুম্বইয়ের ওশিওয়াড়া থানায়। থানার অফিসার মোহন পাতিল এই ঘটনায় তদন্ত করছেন। ওটিপি না বলেই টাকা কেটে নেওয়া হয়েছে, ফলে এটা কোনও নতুন সাইবার জালিয়াতির (Cyber Scam) কৌশল, এমনটাই মনে করছেন পুলিশরা। ওটিপি নেই, রিমোট অ্যাক্সেস নেই, কোনও লিঙ্কে ক্লিক (Cyber Scam) না করেও কীভাবে টাকা কেটে নেওয়া হল অ্যাকাউন্ট থেকে তা নিয়েই ধন্দে সকলে। কোনও রকম প্রত্যক্ষ তথ্য ছাড়াই এই টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া নয়া পদ্ধতি ঘুম উড়িয়েছে প্রশাসনের। ওশিওয়াড়া থানার সাইবার বিভাগ এখন পরীক্ষা করে দেখছে টাকাটা আরাধনা অ্যাকাউন্ট থেকে কেটে কোন অ্যাকাউন্টে জমা পড়েছে। এমনকী ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যাঙ্ককে বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকাটা জমা পড়েছে সেই অ্যাকাউন্ট ব্লক করে দেবার জন্য। খুব শীঘ্রই সাইবার নিরাপত্তা আরও জোরদার করার কথা ভাবছে প্রশাসন ও পুলিশ।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও অপরিচিতকে নিজের ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য শেয়ার করা যাবে না। অপরিচিত নম্বর থেকে ফোন এলে তা ধরতেও নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এরকম কোনও জালিয়াতির ঘটনা ঘটলে তা যেন অবশ্যই পুলিশকে জানান হয়, সে ব্যাপারে আর্তি জানিয়েছেন তাঁরা সাধারণ মানুষদের কাছে যাতে এই ঘটনাগুলি দেখে আপামর মানুষ আরও কিছুটা সতর্ক হতে পারেন এবং সাইবার নিরাপত্তার বিষয়ে শিক্ষিত হয়ে উঠতে পারেন।


আরও পড়ুন: Sharmin Segal: 'অভিব্যক্তিহীন' আলমজেব! কটাক্ষের জেরে কমেন্ট সেকশন বন্ধ করলেন 'হীরামাণ্ডি' অভিনেত্রী শরমিন সেহগল