‘উরি’-র জন্য ছোট করে চুল কাটিয়েছেন ইয়ামি গৌতম, অপছন্দ বাবার
Web Desk, ABP Ananda | 24 Sep 2018 06:16 PM (IST)
মুম্বই: পরবর্তী ছবি ‘উরি’-র জন্য ছোট করে চুল কাটিয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। নয়া লুকে তাঁকে বেশ সুন্দর দেখতে লাগছে। তবে এই অভিনেত্রীর বাবা মোটেই খুশি নন। মেয়ের ছোট চুল দেখে তিনি হতাশ। বাবার প্রতিক্রিয়ার কথা ইয়ামি নিজেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যেদিন আমি চুল ছোট করি, সেদিন বারবার অস্বস্তি হচ্ছিল। কারণ, বারবার চুলে হাত দেওয়া আমার অভ্যাস। এখন অবশ্য সেই অভ্যাস বদল করতে হয়েছে। আমার নতুন হেয়ারস্টাইল মা ও বোনের খুব পছন্দ হয়েছে। তবে আমার নতুন চেহারা মেনে নিতে বাবার সময় লেগেছে। এর আগে ক্লাস সেভেনে পড়ার সময় আমার ছোট চুল ছিল। তাই এখন আমার ছোট চুল দেখে বাবার মনে হয়েছিল, আমি পরচুলা পরে আছি। তিনি আমাকে সে কথা জিজ্ঞাসাও করেন। আমি যখন বলি চুল ছোট করে কাটিয়েছি, তিনি হতাশ হয়ে পড়েন। তবে সবাই যখন বলতে শুরু করে আমাকে ভাল লাগছে, তখন বাবার মনোভাব বদলায়।’