কলকাতা: ভারতীয় সঙ্গীতপ্রেমীদের জন্য চলতি বছর খুব একটা ভাল কাটেনি। বিশেষত এই ফেব্রুয়ারি মাস। একের পর এক কিংবদন্তী সঙ্গীতশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মাসে। প্রথমে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যু। তাঁর শোক কাটিয়ে উঠতে না উঠতেই প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। সেই রেশ কাটিয়ে ওঠার আগেই আচমকা মৃত্যু বরণ করে নিলেন ডিস্কো কিং বাপি লাহিড়িও (Bappi Lahiri)। ভেঙে পড়ে ভারতীয় সঙ্গীত ও সিনেমা জগত। 


ভারতীয় সঙ্গীতে এবং সিনেমায় তাঁদের প্রত্যেকের অবদান অপরিসীম এবং অভাবনীয়। সকলেই এক বাক্যে স্বীকার করেন যে ওঁরা ছিলেন সঙ্গীত জগতের অভিভাবক। তাঁদের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। এবার এই তিন সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানানো হবে 'দাদাগিরি'র (Dadagiri Unlimited) মঞ্চে। গানে, গল্পে, কথায় ফিরে দেখা হবে তাঁদের 'সঙ্গীত সফর'। 


 






আজ 'দাদাগিরি সিজন ৯'-এ শ্রদ্ধাঞ্জলি পর্ব। বিশেষ পর্বে দাদার সঙ্গে মঞ্চে হাজির হবেন সঙ্গীত জগতের একাধিক নামী ব্যক্তিত্ব। আজকের পর্বে থাকবেন অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, হৈমন্তী শুক্ল, শ্রাবণী সেন, শ্রীকুমার চট্টোপাধ্যায়। তাঁদের থেকেই শোনা হবে অনেক অজানা গল্প। কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের সঙ্গে তাঁদের কাজ করার অভিজ্ঞতা আর গান শোনা হবে।


আরও পড়ুন: Mahapeeth Tarapeeth: 'আমি নিমিত্ত মাত্র', ধারাবাহিকের শেষ দিনে অকপট স্বীকারোক্তি সব্যসাচীর