কলকাতা: তিন বছরের পথচলা শেষ হল। ইতি হল জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এর (Mahapeeth Tarapeeth)। সেই সঙ্গে একটা চরিত্রেরও অবসান হল। নিজের 'খুব কাছের' চরিত্র ও ধারাবাহিক নিয়ে আবেগঘন হলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chowdhury)। এই ধারাবাহিকের 'বামাক্ষ্যাপা' হয়েই বেশি পরিচিতি  পেয়েছেন সব্যসাচী।


শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের দুটো ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'এযাবৎ কত সিরিয়াল যে শুরু হয়েছে আর কতই যে শেষ হয়েছে, তা খোদাই জানেন। ২০১৫ সাল থেকে আমার নিয়মিত স্টুডিওপাড়ায় যাতায়াত, টালিগঞ্জ মোড়ের মাথায় যে আমি আজ অবধি কতগুলো ধারাবাহিকের হোর্ডিং পাল্টাতে দেখেছি তা নিজেই গুনে শেষ করতে পারবো না। আসলে সময়ের সাথে হোর্ডিং পাল্টায়, মুখ এক থাকলেও পরিচয় পাল্টায়, পুরোনো পোস্টার ছিঁড়ে নামিয়ে নতুন পোস্টার সাঁটা হয়। নারকেল ফাটিয়ে, ক্যামেরা পুজো করে যে কাজ শুরু হয়, সময়ের সাথে সবাই তা ভুলেও যায়। এটাই বাস্তব, এটাই জীবন।' একটু ভেবে দেখলে মনে হবে, সত্যিই তো। কত ধারাবাহিক আসে, বছরের পর বছর দর্শকদের আনন্দ দেয়, তারপর কালের নিয়মে শেষ হয়ে যায়। এর মধ্যে ক'টা ধারাবাহিকের কথাই বা আমরা মনে রাখি। আবার নতুন ধারাবাহিক আসে, তাতেই মেতে ওঠেন দর্শক মহল। এটাই তো স্বাভাবিক!


 



অভিনেতা আরও লেখেন, 'আমার মনের কোণেও একটা হযবরল দেওয়াল আছে, নিয়মিত পোস্টার চিপকাই, হোর্ডিং টাঙ্গাই। সিনেমা, ছবি, গান, গল্প, চরিত্র। যেটা যখন পছন্দ। কিছুদিন জ্বলজ্বল করে, সময়ের সাথে পুরোনো একঘেয়ে হয়ে গেলেই, টান মেরে ছিঁড়ে দিই। তবে এই ছবিটা থাকবে, চিরকাল থাকবে। গতকাল অন্তিম পর্ব দেখে আমায় অনেকেই মেসেজ করেছেন, ধন্যবাদও জানিয়েছেন। আমি অবশ্য তাতে একটু অবাকই হয়েছি, সকাল এগারোটায় এতজন যে দেখবে ভাবতে পারিনি। তবে শেষ দিনে অকপটে স্বীকার করতেই পারি, ‘মহাপীঠ তারাপীঠ’ ছিল আমাদের পরিচালক শুভেন্দু এবং সৃজন পরিচালক নৈঋতার মানসপুত্র। তিন বছর ধরে ওরাই সিরিয়ালটিকে সযত্নে লালন করেছে। ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য। আমি বরাবরের মতই, নিমিত্ত মাত্র।'


আরও পড়ুন: Yuvaan: 'দাদা' ও ইউভানের আদুরে আলাপ, ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করে আবেগঘন রাজ


এই ধারাবাহিকে 'বামাক্ষ্যাপা'র চরিত্রে অভিনয় করেন সব্যসাচী। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল। তাছাড়া আধ্যাত্মিক বিষয়ে তৈরি ধারাবাহিকও বাঙালি দর্শকদের মন টানে। ফলে এই ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শক যে বহুদিন মনে রাখবেন তা বলাই বাহুল্য।