কলকাতা: ২০২১ সালের অগাস্ট মাসে বাবাকে হারান বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তার পরের মাসেই তাঁর ঘর আলো করে জন্ম নেয় একরত্তি ইউভান (Yuvaan)। অর্থাৎ ঠাকুর্দার সঙ্গে সাক্ষাতে আলাপ কোনওদিনই হয়নি ইউভানের। কিন্তু তাতে কী? নাই বা হল কখনও দেখা। তা বলে 'দাদা'র প্রতি টান একটুও কম নয় পুঁচকের। শনিবার সকালে রাজ চক্রবর্তীর পোস্ট করা ভিডিও দিল তারই প্রমাণ।


অন্যান্য অনেকদিনের মতোই ছেলের ভিডিও পোস্ট করেন বাবা রাজ। তবে এদিনের ভিডিও ও তার ক্যাপশন আপনার চোখের কোনে খানিক জলও আনতে পারে। সোফায় বসে খুদে ইউভান। হাতে রাজ চক্রবর্তীর বাবার বাঁধানো একটি ছবি। ভিডিও কথা শুনে বোঝা যাচ্ছে যে সঙ্গে রয়েছেন মা শুভশ্রী (Subhashree Ganguly)। 


ছবির দিকে আঙুল দেখিয়ে 'দাদা' অর্থাৎ ঠাকুর্দাকে চেনাচ্ছে ইউভান। যেন বহুদিনের পরিচয়, অনেক গল্প করবে সে। মায়ের নির্দেশে 'দাদা'কে আদর করে চুমুও খেল পুঁচকে।


 






ভিডিও পোস্ট করে আবেগঘন রাজ ক্যাপশনে লেখেন, 'একই বছরে আমি ওঁদের একজনকে হারাই আর অন্যজনকে পাই। আমার ছেলে কখনও আমার বাবাকে দেখেনি এবং আমার বাবাও কখনও তাঁর নাতির সঙ্গে দেখা করার সুযোগ পাননি। কিন্তু আমি জানি, কিছুভাবে একটা, ওঁরা একে অপরকে খুব মিস করে।'


অন্যদিকে ইউভানের বেড়ে ওঠার প্রত্যেক মুহূর্ত তাঁর মা-বাবা দায়িত্ব নিয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তাঁর হাঁটতে শেখা, দৌড়ানো, খেলাধুলো, হাতেখড়ি সবকিছুর সাক্ষী থেকেছেন অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।


আরও পড়ুন: Ishaa Saha Birthday: ২৬ ফেব্রুয়ারি মানেই 'কেক দিবস', জন্মদিনে ডায়েট ভুললেন ইশা