সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি শোকেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৫৬ গ্রাম সোনার মূর্তি দেখা যায়। পাশাপাশি দাবি করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির সম্মানে এই সোনার মূর্তি তৈরি করেছে সৌদি আরব।


বুম তার সত্যতা যাচাই করে দেখেছে যে ভাইরাল দাবিটি মিথ্যা। গুজরাতে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় উদযাপনের জন্য সুরাতের একজন জুয়েলার্স বসন্ত বোহরা প্রধানমন্ত্রী মোদির এই সোনার মূর্তিটি তৈরি করেছিলেন। মুম্বইয়ে একটি প্রদর্শনীর সময় এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে।


BOOM ইতিমধ্যেই ২০২৩ সালের সেপ্টেম্বরে এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে। এমনকি সেই সময় সৌদি আরবের মিথ্যা দাবি নিয়ে তা ভাইরাল হয়েছিল।




পোস্টের আর্কাইভ লিঙ্ক


একই দাবি যাচাই করার অনুরোধ সহ BOOM এই নম্বরে (+91 77009 06111) এই ভিডিওটি পেয়েছে।




ভাইরাল খবরটি তদন্ত করে দেখা যায়, এই ভিডিও সম্পর্কিত কিছু কীওয়ার্ডের জন্য গুগলে অনুসন্ধান করে দেখা হয়েছে। এর মাধ্যমে, এমন অনেক মিডিয়া রিপোর্ট পাওয়া গিয়েছে যেখানে বলা হয়েছে এটি গুজরাটের সুরাতের।


২০ জানুয়ারি, ২০২৩ তারিখে অমর উজালা ওয়েবসাইটে পাওয়া একটি ভিডিও প্রতিবেদন অনুসারে, সুরাট-ভিত্তিক জুয়েলার্স বসন্ত বোহরা গুজরাটে বিজেপির জয় উদযাপন করতে প্রধানমন্ত্রী মোদির একটি সোনার মূর্তি তৈরি করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ২০ জন কারিগর একসঙ্গে তিন মাসে ১৫৬ গ্রামের এই প্রতিমা তৈরি করেছেন। ভাইরাল ভিডিওটিও দেখা যাবে এই প্রতিবেদনে।




গুজরাটে বিধানসভা নির্বাচন হয়েছিল ২০২২ সালে। এই নির্বাচনে বিজেপি ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসন পেয়েছিল। রিপোর্ট অনুযায়ী, তাই প্রধানমন্ত্রী মোদির এই মূর্তির ওজনও রাখা হয়েছে ১৫৬ গ্রাম। 


২১ জানুয়ারি, ২০২৩-এর এবিপি নিউজের রিপোর্টে আরও বলা হয়েছে যে সুরাটের জুয়েলারি বসন্ত বোহরা প্রধানমন্ত্রীর সোনার মূর্তি তৈরি করেছিলেন। তিনি জুয়েলারি উৎপাদনকারী প্রতিষ্ঠান রাধিকা চেইনসের মালিক। এই রিপোর্ট অনুসারে, বসন্ত বোহরা প্রধানমন্ত্রী মোদির ভক্ত এবং তিনি এই মূর্তিটি প্রধানমন্ত্রী মোদির সম্মানে তৈরি করেছিলেন। এই প্রতিবেদনে এই মূর্তির দাম বলা হয়েছে ১১ লক্ষ টাকা।


নবভারত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ভিডিওটি 'বোম্বে গোল্ড এক্সিবিশন'-এর, যেখানে প্রধানমন্ত্রী মোদির এই ১৫৬ গ্রাম সোনার মূর্তিটি উপস্থাপন করা হয়েছিল। 


এই প্রসঙ্গে জোহরির একটি সাক্ষাৎকার নিউজ ১৮-এর ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। ২১ জানুয়ারি ২০২৩-এর এই সাক্ষাৎকারে তিনি এই মূর্তিটির পিছনের পুরো ঘটনাটি বলেছেন।



 




ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 


 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে