কলকাতা: সমকামী প্রেমের গল্প নিয়ে ছবি আর তাই বিভিন্ন শহরের একের পর এক সিনেমা হল থেকে প্রত্যাখ্যাত হল রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) নতুন ছবি ‘ডেঞ্জারাস’ (খতরা) (Khatra Dangerous)। আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি।  নয়না গঙ্গোপাধ্যায়, অপ্সরা রানি অভিনীত এই ছব একটি প্রেমের গল্পকে ঘিরেই, তবে সেই প্রেম পুরুষ ও নারীর নয়, দুই নারীর। এই বিষয়বস্তুই নাকি 'আপত্তিকর'। আর তাই অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে গেল ‘ডেঞ্জারাস’ (খতরা)-র। 


কোথায় আপত্তি?


৮ এপ্রিল মুক্তি পেতে পাওয়ার কথা ছিল তাঁদের ‘ডেঞ্জারাস’ (খতরা)। যে ছবিতে প্রথম জায়গা করে নিয়েছে দুই নারীর প্রেম। এখানেই নাকি ঘোর আপত্তি হল মালিকদের। সমকামিতায় মাখামাখি ছবি তাঁরা দর্শকদের কাছে পৌঁছে দিতে নারাজ। বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য মুক্তি পিছোতে বাধ্য হলেন পরিচালক রাম গোপাল বর্মা। বৃহস্পতিবার সকালেই ট্যুইট করে তিনি জানিয়েছিলেন ছবির মুক্তি স্থগিত হওয়ার কথা। বৃহস্পতিবার সন্ধেয় তিনি ভিডিও বার্তা পোস্ট করেন ট্যুইটে। সেখানে তিনি বলেছেন যে, এমন অসংখ্য ছবি রয়েছে যেখানে পুরুষ ও নারীর সম্পর্ক নিয়েই গল্প আবর্তিত হয়েছে। সেখানে কেউ কোনও আপত্তি করেনি। কিন্তু কেবল দুটি মেয়ের প্রেমের গল্প বলেই আপত্তি তোলা হচ্ছে। আমরা এর বিপরীতে লড়াই করব আর নতুনভাবে ফিরে আসব।'


আরও পড়ুন: কমলেশ্বরের রাজনৈতিক প্রেক্ষাপটের ওয়েব সিরিজে জঙ্গলমহলের গল্প বলবেন শিলাজিৎ, দেবদূতরা


এ দিন পরিচালক আরও লেখেন, আইনি সমর্থন, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। তার পরেও সমকামিতার বিরোধিতা করার অর্থ এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের মানুষদের প্রতি অকারণ অসম্মান। যা তিনি কিছুতেই মানতে পারছেন না। এর জন্য প্রয়োজনে তিনি আইনি পথেও হাঁটবেন।



টুইটারে ঠিক কী লিখেছেন পরিচালক? রাম গোপাল বর্মার ক্ষোভ, আইনক্স, পিভিআর হল মালিকেরা নাকি বেঁকে বসেছেন ‘ডেঞ্জারাস’ (খতরা) ছবিটি মুক্তি নিয়ে। তাঁদের বক্তব্য, সাহসী সমকামিতার ছবি তাঁরা দেখাবেন না। ছবি-মুক্তির আগেই রামগোপালের দাবি ছিল, আইনের ধারা ৩৭৭ হওয়ার পরেও যে ভালবাসা আজও সমাজে অস্বীকৃত তাকেই তিনি মান্যতা দিয়ে চলেছেন। ছবিতে সমকামী দুই যুগলের প্রেম-হিংসা-যৌনতা-অ্যাকশন তুলে ধরেছেন তিনি। চিত্রনাট্যের প্রয়োজনেই ছবিতে সাহসী দৃশ্য এসেছে। আর সেগুলোকেই জীবন্ত করেছেন নয়না-অপ্সরা।