ট্রেন্ডিং

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রভাত রায়, হয়েছে অস্ত্রোপচারও! এখন কেমন আছেন?

ভেঙে গেল 'হেরা-ফেরি'-র ত্রয়ীর জুটি, হঠাৎ ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!

মঞ্চে উঠে সলমন রুশদির ওপর হামলা, হাদি মাতারকে সাজা শোনাল আদালত

'ঘৃণা করুন, তবু আমি তারকা সন্তানদের লঞ্চ করেই যাব', সাফ জবাব কর্ণের

অভিনয়, গান ছেড়ে অনির্বাণ এবার বৈজ্ঞানিক! পক্ষীরাজের ডিম হাতে গল্প শোনাবেন রূপকথার
আগাম ঢুকে গিয়েছে বর্ষা, গরমের থেকে রেহাই মিলবে আর মাত্র কয়েকটা দিন বাদেই!
Daniel Fernandes on SSR: সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে ঠাট্টা, ক্ষমা চাইলেন কমেডিয়ান ড্যানিয়েল ফার্নান্ডেজ
Daniel Fernandes on Sushant: সুশান্তের এক অনুরাগী টুইটারে লেখেন, স্ট্যান্ড আপ কমেডির নামে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে যে ভাবে হাসি ঠাট্টা করা হচ্ছে তা অত্যন্ত দুঃখের।
Continues below advertisement

মুম্বই: প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে স্ট্যান্ড আপ কমেডি করে বিপাকে পড়েছেন কমেডিয়ান ড্যানিয়েল ফার্নান্ডেজ। সুশান্তের ক্ষুব্ধ অনুরাগীদের কাছে ক্ষমা চাইতে হয়েছে তাঁকে। ১১ তারিখ ড্যানিয়েল অনলাইনে শেয়ার করেন এই ভিডিও। তাতে সুশান্তের মৃত্যুর পর সংবাদ মাধ্যমের হট্টগোল এবং সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে করা ব্যবহার নিয়ে সমালোচনা করেন।
গত বছর ১৪ জুন সুশান্তের মুম্বইয়ের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন না তাঁকে খুন করা হয়েছে তা নিয়ে এখনও তদন্ত চলছে। এর মধ্যে তাঁর মৃত্যু নিয়ে এ ধরনের ভিডিওয় সুশান্তের অনুরাগীরা তীব্র আপত্তি জানান। সুশান্তের এক অনুরাগী টুইটারে লেখেন, স্ট্যান্ড আপ কমেডির নামে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে যে ভাবে হাসি ঠাট্টা করা হচ্ছে তা অত্যন্ত দুঃখের। এই ভিডিও সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ওপর প্রকাণ্ড এক ঠাট্টা। এরপর ড্যানিয়েল ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে একে ফ্যাকচুয়াল এরর বলে দাবি করেন, বলেন, তিনিও রয়েছেন অন্য সকলের সঙ্গে।
ড্যানিয়েল লিখেছেন, আমার সাম্প্রতিক এক স্ট্যান্ড আপ কমেডিতে স্বর্গীয় সুশান্ত সিংহ রাজপুতের fernanঅনুরাগীরা আহত হয়েছেন। অনেকে আমায় ক্ষমা চাইতে বলেছেন, আর আমি তাঁদের এই দাবির সঙ্গে সহমত। একজন কমেডিয়ান হিসেবে আমার একটাই প্রচেষ্টা, তা হল আপনাদের বিনোদন দেওয়া ও হাসানো কিন্তু কখনও কখনও এই চেষ্টার পাকে পড়ে ভুল প্রতিক্রিয়া হতে পারে।
দেখুন ড্যানিয়েল ফার্নান্ডেজের ক্ষমা চেয়ে করা পোস্ট
ড্যানিয়েল আরও লিখেছেন, আমি আমার ভুল মেনে নিচ্ছি। ভিডিওয় আমি বলেছি, রিয়াকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভুল, ও জামিন পেয়েছে, মুক্তি পায়নি। কোনও অদ্ভুত কারণে পুনের শো-তে আমি মুক্তি শব্দটি ব্যবহার করে ফেলেছিলাম। ঠিক করে বলতে পারব না, আমি এটা ঠিক কীভাবে লিখেছিলাম বা অন্য কোথাও এটা ব্যবহার করে ফেলেছি কিমা। আমি এই ভিডিও প্রত্যাহার করে নিচ্ছি আর যাঁদের অনুভূতি এর ফলে আহত হয়েছে, তাঁদের সকলের কাছে ক্ষমা চাইছি।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে