মুম্বই: করোনা আক্রান্ত (Corona Positive) বলিউড অভিনেত্রী শেফালি শাহ (Shefali Shah)। সম্প্রতি তিনি ফিরেছেন মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব (Indian Film Festival Melbourne) থেকে। 'ডার্লিংস' (Darlings) অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা।


করোনা আক্রান্ত শেফালি শাহ


করোনা পজিটিভ শেফালি শাহ। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী বলেন, 'আমি করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে নিজেকে আইসোলেট করেছি এবং বাড়িতেই কোয়ারান্টিনে (Home Quarantine) থাকব। আমার চিকিৎসকের পরামর্শ মতো সব সতর্কতা মেনে চলছি।'


তিনি সেই সঙ্গে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানান। শেফালি বলেন, 'যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের শীঘ্রই পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনাদের ভালবাসা ও সহায়তার জন্য কৃতজ্ঞ। সাবধানে থাকুন ও সুস্থ থাকুন।'


পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর পোস্টের কমেন্ট ভরে যায় সুস্থতা কামনায়। সহ অভিনেতা ও অভিনেত্রী থেকে শুরু করে অনুরাগী, সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেন।


 






সেরা অভিনেত্রী শেফালি শাহ


প্রসঙ্গত, ত্রয়োদশ মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে 'জলসা' (Jalsa) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান শেফালি শাহ। সেই বিষয়ে পোস্টও করেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুন: Koffee With Karan 7: 'কফি উইথ কর্ণ'-এ নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন সিদ্ধার্থ-কিয়ারা?


অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'ডার্লিংস' ছবিটি। আলিয়া ভট্টের প্রথম প্রযোজনায় (Alia Bhatt Productions) এই ছবি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এই ছবিতে তাঁর সঙ্গে আলিয়া ভট্ট ও বিজয় বর্মাকে অভিনয় করতে দেখা যায়।