মুম্বই: শাহরুখ খান (Shah Rukh Khan)। কিং খান। বলিউডের বাদশা। তিনি ছবি করুন আর নাই করুন, চর্চায় তিনি থাকেনই। এমনই নিজের জাদু ছড়িয়ে রেখেছেন অনুরাগী থেকে সমালোচকদের মধ্যে। তাঁকে নিয়ে আলোচনা হবেই। শাহরুখ খানের পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবনও তাঁর অনুরাগীদের কাছে অনেক স্বচ্ছ্ব। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের পুরনো একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গৌরীকে শরীরচর্চা শেখাচ্ছেন শাহরুখ। ওই ভিডিওতেই দেখা যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে অনুরাগীদের সঙ্গে হাতও মেলাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।


শাহরুখ খানের পুরনো ভিডিও ভাইরাল-


সম্প্রতি নেট দুনিয়ায় শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শরীরচর্চা করছেন গৌরী। আর তাঁকে শরীরচর্চার পাঠ দিচ্ছেন কিং খান। পরেই দেখা যাচ্ছে, সোফায় বসে পোষ্য সারমেয়টিকে আদর করছেন তিনি। ভিডিওতে তাঁর 'কভি হাঁ কভি না'-এর পোস্টারও দেখা গিয়েছে। ভিডিওর একেবারে শেষে দেখা যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে অনুরাগীদের সঙ্গে কথা বলছেন এবং হাতও মেলাচ্ছেন অভিনেতা। শাহরুখ খানের এই ভিডিও দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। কমেন্টে ভরিয়েছেন তাঁরা। নয়ের দশকের সময়ের শাহরুখ খানকে ফের একবার সামনে দেখে খুশিতে ডগমগ তাঁরা।



প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' ছবিটি চূড়ান্ত ব্যর্থ হয়। বক্স অফিসে একেবারেই ব্যবসা করতে পারেনি। ওই ছবির পর বিরতি নেন তিনি। আর চার বছরের বিরতি কাটিয়ে, দর্শকদের উত্তেজনা আরও খানিকটা বাড়িয়ে 'পাঠান' নিয়ে ফিরেছেন কিং খান। আর মুক্তি পেতেই সেই ছবি একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই এই ছবি ৯০০ কোটির ব্যবসা ছাড়িয়ে গিয়েছে। পুরোদস্তুর অ্যাকশন নির্ভর ছবি 'পাঠান'। যশরাজ ফিল্মসের প্রযোজনায়, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি 'পাঠান' ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য নাম হয়ে থাকবে। মুক্তির পর পেরিয়ে গিয়েছে ১৭ দিন। কিন্তু বক্স অফিসে 'পাঠান' ঝড় অব্যাহতই রয়েছে। 


আরও পড়ুন - Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিনের সঙ্গে তিক্ত কথোপকথনের ভিডিও সামনে আনলেন স্ত্রী আলিয়া


ছোট পর্দা দিয়ে অভিনয় জার্নি শুরু হয় শাহরুখ খানের। বড় পর্দায় কেরিয়ার শুরুর আগে টেলিভিশনে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। সেখান থেকেই শুরু তাঁর জনপ্রিয়তা। এরপর 'দিওয়ানা' ছবি দিয়ে হয় বড় পর্দায় আত্মপ্রকাশ। শাহরুখ খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ছবি থেকেই তিনি নিজের প্রতিভা চিনিয়ে দেন।