তবে গ্ল্যামার দুনিয়া থেকে মাঝে একেবারেই সরে গিয়েছিলেন মনীষা ক্যান্সারে আক্রান্ত হয়ে। দীর্ঘ বিরতি নেওয়ার পর ফের তিনি ফিরে আসেন রুপোলি দুনিয়ায়। শোনা গেছে তিনি সঞ্জয় দত্তের বায়োপিকে অনস্ক্রিন নার্গিসের ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি ভাইরাল হয়ে গেছে মনীষার আসন্ন ছবি ‘ডিয়ার মায়া’র টিজার।
টিজারে বৃদ্ধা মনীষাকে আধো আলো-আধো ছায়ায় দেখা যাচ্ছে। সেই ভিডিও দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান মনীষার ভক্তরা।
তবে পরে নায়িকা তাঁর ভক্তদের শান্ত করতে নিজের সাম্প্রতিক ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন। দেখুন অভিনেত্রীর সেই সমস্ত ছবি
দেখুন পুরনো মনীষা কৈরালাকে