কলকাতা: ঝমঝমিয়ে বৃষ্টি। রাতের অন্ধকারে দাঁড়িয়ে একটি গাড়ি। ভিতরে চালক। হঠাৎই দরজায় টোকা। সঙ্গে সঙ্গে জোরে মেঘ ডেকে উঠল। ৩৮ সেকেন্ডের সাদা-কালো টিজারে টানটান রহস্যের মোড়া 'তীরন্দাজ শবর'-এর টিজার প্রকাশ্য়ে আসার পরই এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনার পারদ চড়ছিল চড়চড় করে। আর ছবি মুক্তির পরই হলমুখী হয়েছে সিনেপ্রেমীরা।
এই ছবিতে পাপিয়া সমাদ্দারের চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার পরিচিত মুখ দেবযানী চট্টোপাধ্য়ায়। কেমন ছিল এই ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতা? এবিপি আনন্দের একান্ত সাক্ষাতকারে জানালেন অভিনেত্রী। দেবযানী চট্টোপাধ্য়ায় জানালেন, এই ছবিতে অভিনয় তাঁর কাছে স্বপ্নের মত। পরিচালক অরিন্দম শীলের ভূয়সী প্রশংসা করে অভিনেত্রী বলেন, তাঁর সেটে কখনওই কোনও টেনশন থাকে না। খবু শান্ত ভাবেই কাজ করতে ভালোবাসেন পরিচালক। এছাড়াও সবসময়ই তাঁর টিমের সদস্য়দের খেয়াল রাখেন তিনি। পাশাপাশি শ্বাশত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করলেন তিনি। তাই এই বিষয়টি নিয়েও স্বভাবতই বেশ উচ্ছ্বসিত 'তীরন্দাজ শবর'-এর পাপিয়া।
আরও পড়ুন Habji Gabji: লকডাউনে মুক্তি আটকালেও, যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল 'হাবজি-গাবজি', বলছেন রাজ
যে কোনও নতুন চরিত্রে অভিনয়ের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করেন দেবযানী, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুব বেশি হোমওয়ার্কে তিনি বিশ্বাস করেন না। ফ্লোরে গিয়ে নতুন ভাবে নিজেকে আবিষ্কার করতেই তিনি বেশি স্বচ্ছন্দ।
প্রসঙ্গত দেবযানী চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা, দেবলীনা কুমার, পৌলমী দাস, রম্যাণি মণ্ডল, চন্দন সেনের মত অভিনেতারা।
অরিন্দম শীলের জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ 'শবর'-এর চতুর্থ ভাগ। ৪ বছর পর। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'আসছে আবার শবর'। টিজার পোস্ট করে পরিচালক লিখেছিলেন, 'তীরন্দাজের তীর কি করবে লক্ষ্যভেদ? শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার।'