কলকাতা: সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪' (Filmfare Awards Bangla 2024)। লাল গালিচায় (red carpet) হাঁটলেন বাংলা সিনে দুনিয়ার একাধিক তাবড় তারকা। তাঁদের অন্যতম অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutt Trolled)। তাঁর পোশাকের প্রশংসাও যেমন দেখা গেল, তেমনই নেটদুনিয়ার একাংশ তাঁকে ট্রোল করতেও ছাড়লেন না। কী পরেছিলেন তিনি?


'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এর পোশাকে ট্রোলড দেবলীনা দত্ত


'থাই স্লিট' সাদা স্যাটিন বা শিফন জাতীয় কাপড়ের গাউন, তাতে সাদা গোলাপের ডিজাইন। দেবলীনার পোশাকের বুকের অংশ ঢাকা রইল নেটের ওপর সাদা গোলাপ ও পুঁথির ডিজাইনে। অন্যদিকে, হাতের অর্ধেক পর্যন্ত একই ধরনের গোলাপে ঢাকা, মাথায় সাদা গোলাপের টুপি। টেনে চুল বেঁধে তাতে পরলেন গোলাপের টুপি। 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪'-এর রেড কার্পেটে দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার অভিনেত্রী। 


দেবলীনার এমন পোশাক দেখে তাঁর সঙ্গে বলিউডের উরফি জাভেদের তুলনা টানলেন নেটিজেনদের একাংশ। নানা ধরনের অদ্ভুত রকমের পোশাক পরার জন্য খ্যাত উরফি। এবার দেবলীনার এই পোশাক দেখে, সেই উরফির সঙ্গেই তুলনা করা হল তাঁর। কেউ বললেন, 'দেখে মনে হচ্ছে সাদা পর্দার ওপর কৃত্রিম ফুল বসানো'। আবার কেউ লিখলেন, 'খুব দুঃখের সঙ্গে বলছি খুব খারাপ লাগছে এই পোশাকটা'। আবার একজন লেখেন, 'এতে ফ্যাশন কোথায়, পুরোটাই ননসেন্স'। আবার একজন লেখেন, 'অত্যন্ত সস্তা আর খারাপ লাগছে'। এক নেটিজেন আবার তাঁর পোশাকের সঙ্গে 'মেট গালা'র তুলনা টানলেন। অনেকেই জানেন 'মেট গালা' এমন একটি অনুষ্ঠান, যেখানে প্রত্যেক বছর একটি করে বিশেষ থিম রাখা হয় এবং তারকাদের সেই বিষয় মাথায় রেখে পোশাক পরতে হয়, তাও একেবারে উদ্ভাবনমূলক। সেখানে এমন অনেক ধরনের পোশাক দেখতে পাওয়া যায় যা সাধারণ মানুষের কাছে 'আজব' বলে মনে হয়। সেই তুলনাই টেনে এক অনুরাগী লেখেন, 'এঁরা ফিল্মফেয়ারে এসেছেন না মেট গালায় এসেছেন, ধরতে পারবেন না।'


 






তবে শুধু ট্রোল না। দেবলীনার সৌন্দর্য্য ও যে কোনও পোশাক 'ক্যারি' করার ক্ষমতাকেও কুর্নিশ জানিয়েছেন তাঁর অনুরাগীদের একাংশ। কেউ লিখলেন, 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড'। আবার কেউ লিখলেন, 'ফুলের মতো সুন্দর তুমি'। 


আরও পড়ুন: 'Nayak 2': তৈরি হচ্ছে 'নায়ক ২'? পরিচালকের সঙ্গে চুক্তি সই করে নিলেন অনিল কপূর?


প্রসঙ্গত, দিন কয়েক আগেই সোহিনী সরকারের একটি ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতে তাঁকেও উরফি জাভেদের সঙ্গে তুলনা করা হয়। সেখানে দেখা যায় তিনি ফুলের মালা দিয়ে ঢেকেছেন শরীর। ভাইরাল হয় সেই ছবি ও ভিডিও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।