কলকাতা: একই গানে যেন ফিরে দেখা 'কাকাবাবু'-র গোটা সফর। মিউজিক ভিডিওতে ধরা রইল 'মিশর রহস্য', 'ইয়েতি অভিযান' আর 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর ঝলক। মুক্তি পেল কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর নতুন গান 'তিন তিরিক্কে নয়'।


সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা কাকাবাবু সিরিজের 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। আফ্রিকার জঙ্গলের প্রেক্ষাপটে কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের গল্প বুনেছেন সৃজিত মুখোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া 'তিন তিরিক্কে নয়'। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি গেয়েছে টিম 'চন্দ্রবিন্দু'।


আরও পড়ুন: একটা শো দিন, 'টনিক' মুক্তির আগে নিজে হল মালিকদের ফোন করে অনুরোধ করতাম


দীর্ঘ অপেক্ষার পর আগামী ৪ ফেব্রুয়ারি এসভিএফের প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। নতুন ছবি নিয়ে কী প্রত্যাশা পরিচালকের? সৃজিত বলছেন, 'আমি খুব উৎসাহী, কিন্তু সত্যি বলতে গেলে পুজোটা একটু মিস করছি। কাকাবাবুর সঙ্গে পুজোর একটা যোগ রয়েছে। ছবিটা পুজো বা ক্রিসমাসে মুক্তি পেলে বাচ্চারা অনেক বেশি আসতে পারত। কাকাবাবু বাচ্চাদের ছবি, আর তাদেরও এখনও পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়নি। তার ওপর এখন মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খুলছে। বাচ্চাদের নিয়ে পরিবার কতটা আসবে সেই প্রশ্নচিহ্ন তো রয়েছেই। থিয়েটারে মুক্তির দিক থেকে আরও একটু ভালো সময়ে ছবিটা মুক্তি পেলে ভালো লাগত। কিন্তু বাজেটের প্রায় পুরোটাই চলে আসছে ওটিটি আর স্যাটেলাইটের সঙ্গে বানিজ্যিক চুক্তি থেকে। তারাই বা আর কতদিন অপেক্ষা করবে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাই সঠিক বলে মনে হয়েছে আমাদের।'


অন্যদিকে, বাংলার পর এবার হিন্দিতেও দাপট দেখাতে তৈরি 'কাকাবাবু'। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyabartan)। এসভিএফ প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ((Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিক পরিচালিত এই ছবি দুটি ভাষায় একই দিনে মুক্তি পাবে বড়পর্দায়।