কলকাতা: মেট গালায় (Met Gala 2023)-এ আলিয়া ভট্টের (Alia Bhatt) মুক্তোর সাজ নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখনই যেন ফের একবার প্রকাশ্যে চলে এল বলিউডের রেশারেশির রাজনীতি। গতবার , অর্থাৎ ২০২২ সালে মেট গালার রেড কার্পেট গোলাপি গাউনে আলো করেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে এই বছর মেট গালায় ডাক পাননি বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। অন্যদিকে, এই প্রথম মেট গালায় পা রাখলেন আলিয়া। বলিউডের 'মস্তানি'-র মনে কি হিংসার উদ্রেক হল 'গাঙ্গুবাঈ'-কে নিয়ে? 


যেদিন মেট গালার অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বিদেশের মাটিতে, সেদিনই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় অস্কারের মঞ্চের ছবি শেয়ার করে নেন দীপিকা। প্রসঙ্গত, এই বছর অস্কারের মঞ্চে সঞ্চালকদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছিলেন দীপিকা। কয়েক মাস আগে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সেই সময় সোশ্যাল মিডিয়ায় কেবলমাত্র নিজের সাজের ছবিটুকুই ভাগ করে নিয়েছিলেন দীপিকা। তবে মেট গালার ঠিক আগের রাতেই অস্কারের মঞ্চের ব্যাকস্টেজের গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিনেত্রী। অনেকেরই মত, আলিয়ার দিক থেকে প্রচারের আলো নিজের দিকে টানার জন্যই এই ধরনের পোস্ট করেছিলেন দীপিকা। মেট গালায় উপস্থিতি যদি আন্তর্জাতিক সম্মান হয়, তবে অস্কারের মঞ্চও কম নয় বই কি! সেই কথা প্রমাণ করতেই কি এই ছবি পোস্ট করেছিলেন দীপিকা? নেটিজেনের একাংশ অবশ্য তেমনই ভাবছেন। 


এখানেই শেষ নয়, ট্যুইটারে আলিয়া বিরোধী একটি প্রোফাইল পর্যন্ত ফলো করে ফেলেছিলেন দীপিকা পাড়ুকোন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে সেই আনফলো করে দেন তিনি। তবে ওই যে... কিছুই লুকনো থাকে না নেটদুনিয়ায়। দীপিকার এই কাণ্ড দেখে ফেলেন অনেকেই। আর তারপর থেকেই সমালোচনার ঝড়। আলিয়ার স্বামী রণবীর কপূর (Ranbir Kapoor) ছিলেন দীপিকার প্রাক্তন প্রেমিক। তাঁদের সম্পর্ক ছিল বলিউডের ওপেন সিক্রেট। যদিও দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। তবে আলিয়া ও দীপিকার মধ্যে প্রকাশ্যে বৈরিতা দেখা যায়নি কখনও। বরং একে অপরের প্রশংসাই করেন তাঁরা। এখন রণবীর সিংহের (Ranbir Singh)-এর সঙ্গে সংসার পেতেছেন দীপিকা। অন্যদিকে রণবীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া। তাঁদের সংসারে এখন ছোট্ট এক সদস্যও এসেছে, রাহা। খুদেকে ঘিরেই এখন সময় কাটছে রণালিয়ার। তবে সেই সঙ্গে কেরিয়ারের প্রতিও নজর রয়েছে দুজনেরই। 


দীপিকার এই কাজ কী জল্পনা উস্কে দিল দুই নায়িকার বৈরিতার? সত্যিই কি আলিয়ার ওপর হিংসায় এই কাজ করলেন দীপিকা নাকি এ নিছকই কাকতালীয়, সেই উত্তর তো কেবল জানেন 'পদ্মাবত'-ই।


আরও পড়ুন: Ranjit Mallick Exclusive: এমন ছবি করব না যেটা বাবার সামনে ছেলে-মেয়ের দেখতে অস্বস্তি হয়: রঞ্জিত মল্লিক


আরও পড়ুন: World Asthma Day 2023 : প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন