মুম্বই: যে পোশাকের রঙ নিয়ে এত বিতর্ক, সেটা বদল না করেই প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত পাঠান (Pathaan)। এই ছবির গান 'বেশরম রঙ' (Besharam Rang) -এ দীপিকার পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিকিনির গেরুয়া রঙ নিয়ে আপত্তি জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ থেকে একাধিক সংস্থা। দাবি উঠেছিল, সেই গানে দীপিকার পোশাকের রঙ পরিবর্তন করার ও কিছু অংশ বাদ দেওয়ার। কিন্তু সেই গানে সামান্য বদল ঘটিয়েই মুক্তি পেল 'পাঠান'                                                                                                                               


'পাঠান'-কে ইউএ সার্টিফিকেট (UA certificate) দিয়েছিল সেন্সর বোর্ড। অর্থাৎ ১২ বছরের উর্ধ্বে দেখা যাবে এই ছবি। তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেসন (The Central Board of Film Certification) বেশ কিছু পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল এই ছবিতে। কী কী সেই পরিবর্তন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তির আগে ছবিটি থেকে মোট ১০টি দৃশ্য বাদ দেওয়ার কথা বলেছিল ফিল্ম সার্টিফিকেটের বোর্ড। এর মধ্যে ৩টি দৃশ্য 'বেশরম রঙ' (Besharam Rang) গানটির। বাদ যাওয়ার কথা ছিল এই গানটি থেকে দীপিকার ক্লোজ শটগুলি। 


এরপর বাদ দেওয়া হয়েছে দীপিকার স্ট্রবেরি খাওয়ার দৃশ্য ও বেশ কয়েকটি ক্লোজ শট। তবে বিশ্ব হিন্দু পরিষদ থেকে আপত্তি জানানো হয়েছিল দীপিকার পোশাক নিয়ে। সেটার কোনও পরিবর্তন হয়নি।


আরও পড়ুন: Salman Shah Rukh: সলমন-শাহরুখের অ্যাকশনে মুগ্ধ দর্শক, শো বাড়ল 'পাঠান'-এর


অন্যদিকে আজ 'বয়কট পাঠান' (Boycott Pathaan)-এর পোস্টার নিয়ে কর্ণাটকে রাস্তায় নামল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এই ছবি বয়কটের দাবি জানিয়ে পোস্টার হাতে রাস্তায় হেঁটেছেন সদস্যরা। এর আগে অবশ্য বিশ্ব হিন্দু পরিষদের তরফে অবশ্য জানানো হয়েছিল, বাধা দেওয়া হবে না 'পাঠান'-ছবিকে।


ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ককে মাথায় রেখে একাধিক পরিবর্তন করা হয়েছে এই ছবিতে। এই মর্মে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে জানানো হয়েছিল, এই ছবিটি দেখার পরে যদি আপত্তিকর কিছু মনে হয়, তাহলে ছবির বিরোধিতার বিষয়টা আমরা ভেবে দেখব।' এর আগে গুজরাতের বিশ্ব হিন্দু পরিষদও এই ছবির ওপর থেকে আপত্তি তুলে নিয়েছিল। কিন্তু আজ কর্ণাটটে 'বয়কট পাঠান' পোস্টার নিয়ে মিছিল করা হয়।