মুম্বই: আগেই জানানো হয়েছিল, ছবি মুক্তির আগে কোনও প্রচার, কোনও সাংবাদিক সম্মেলন, কোনও সাক্ষাৎকার দেবেন 'পাঠান' (Pathaan) তারকারা। আর ছবি মুক্তির পরে, সাফল্যের পরে মহা সমারোহে প্রযোজনা সংস্থার তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, মজায়, খুনসুটিতে তৈরি হল মুহূর্ত। সৌজন্যে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) ও সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anandh)।


সাংবাদিক সম্মেলনে সহ অভিনেতা শাহরুখের সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ বলিউডের 'মস্তানি'। কখনও আবার ভাগ করে নিলেন মজার মুহূর্ত। সেখান থেকেই জানা গেল, 'পাঠান'-এর সেটে নিজের হাতে পিৎজা বানিয়ে নিয়ে আসতেন শাহরুখ। কিন্তু কড়া ডায়েটে থাকার জন্য সেই পিৎজা চেখেও দেখতে পারেননি দীপিকা।


এই অনুষ্ঠানেই শাহরুখের গলায় তাঁর প্রিয় নায়িকার জন্য শোনা গেল আঁখোমে তেরি 'আজবসি আজবসি আদায় হ্যায়..'। যে গানের সুরে প্রথম বড়পর্দা দেখেছিল শাহরুখ-দীপিকার রোম্যান্স, ২০০৭ সালের স্মৃতি ফিরিয়ে সেই গান 'শান্তিপ্রিয়া'-র জন্য গাইলেন 'ওম'। এদিন সাংবাদিক সম্মেলনে খুনসুটির মেজাজে ছিলেন শাহরুখ খান। নিজেদের সমীকরণ নিয়ে তিনি বলেন, 'আমার আর দীপিকার রোম্যান্স করার জন্য কেবলমাত্র অজুহাত লাগে।  আপনারা আমায় যাই প্রশ্ন করবেন, আমি কেবল দীপিকার হাতে একটা চুম্বন করব, আর সেটাই হবে আমার উত্তর।'


আরও পড়ুন: Shah Rukh on Deepika: আমার আর দীপিকার রোম্যান্স করার জন্য অজুহাত লাগে কেবল: শাহরুখ খান


সাংবাদিক সম্মেলনে শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে দীপিকা বলেন, 'চরিত্রগুলো আমাদের কাছে নতুন ও অচেনা হলেও পর্দায় আমাদের সমীকরণটা ভীষণ চেনা। এইজন্যই আমাদের সম্পর্কটা এতটা বিশেষ। আমাদের মধ্যে ভালবাসা আর বিশ্বাসের সম্পর্ক রয়েছে। শাহরুখকে আমি একজন শিল্পী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে ভীষণ শ্রদ্ধা করি।'


এখানেই থামলেন না দীপিকা। বললেন, 'শাহরুখ না থাকলে আজ আমি এই জায়গায় থাকতাম না। ও আমায় ভীষণভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমাদের মধ্যে বাস্তবের ভাল সম্পর্কটাই হয়তো পর্দায় এত ভালভাবে ফুটে ওঠে।' উত্তরে শাহরুখ বললেন, 'আমি এমন মানুষদের সঙ্গে কাজ করার চেষ্টা করি, যাঁদের সঙ্গে আমার সময় কাটাতে ভাল লাগে। সবচেয়ে বড় কথা, এই ছবিটা আমরা ভালোবেসে, আনন্দ করি বানিয়েছি। আর বানিয়েছি কেবলমাত্র মানুষকে আনন্দ দেবার জন্য।'