মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়াকে পিছনে ফেললেন দীপিকা পাড়ুকোন। ২০১৬-র এশিয়ার ‘সবচেয়ে যৌন আবেদনময়ী; মহিলা হলেন দীপিকা।
ব্রিটিনের ইস্টার্ন আই সংবাদপত্রের বিচারে এই শিরোপা পেলেন দীপিকা।  প্রথমবার এই শিরোপা পেলেন দীপিকা।
‘এক্সএক্সএক্স:জেন্ডার কেজ’-এর মাধ্যমে হলিউডে অভিষেক ঘটতে চলেছে দীপিকার। ইস্টার্ন আই-এর সম্মান পেয়ে খুশি তিনি। বলেছেন, ‘এই খবর আমার মুখে হাসি এনে দিয়েছে। যৌন আবেদনময়ী শব্দটির অর্থ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম।আমার কাছে এটা একেবারেই শরীর সংক্রান্ত নয়। যার সঙ্গে কেউ স্বচ্ছন্দ বোধ করে, তাকেই আবেদনময়ী বলা যায়’। আত্মবিশ্বাস, সহজসরলতা ও বিপন্নতাকেও এর নিরিখে বলা যায়।
প্রিয়ঙ্কা চোপড়া গত চার বছর এই তালিকার শীর্ষে ছিলেন।এবার তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। আর এবারেই প্রথম সেরা দশের তালিকায় উঠে এলেন আলিয়া ভাট। তাঁর স্থান পঞ্চম।
বিশ্বের বিভিন্ন অংশের মানুষের মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে।  তালিকায় সপ্তম স্থানে ক্যাটরিনা কাইফ ও অষ্টম স্থানে রয়েছেন সোনম কাপূর। পাক অভিনেত্রী মাহিরা খান রয়েছেন নবম স্থানে।