এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিগত বছরে তাঁর ব্র্যান্ড ভ্যালু ১০৭.৯ মার্কিন ডলার। ব্র্যান্ড ভ্যালুর বিচারে বিরাট বলিউড তারকাদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন কোহলি। তালিকায় দ্বিতীয় স্থানে কোহলির পরই দীপিকা।
২০১৮-র জানুয়ারিতে দীপিকার ‘পদ্মাবত’ সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর সারা বছর তাঁর আর কোনও সিনেমা মুক্তি পায়নি। কিন্তু প্রচুর ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেছেন। দীপিকাই একমাত্র অভিনেত্রী যিনি শুধু বিউটি প্রোডাক্টই নয়, ফ্যাসন, স্বাস্থ্য, খাদিয ও টেকনোলজি সহ বিভিন্ন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এক নজরে দেখে নেওয়া যাক ওই তালিকা-
২০১৮-র র্যাঙ্ক তারকার নাম আয় ২০১৭-র র্যাঙ্ক
১. বিরাট কোহলি ১০৭.৯ ১
২. দীপিকা পাড়ুকোন ১০২.৫ ৩
৩. অক্ষয় কুমার ৬৭.৩ ৪
৪. রণবীর সিংহ ৬৩.০ ৫
৫. শাহরুখ খান ৬০.৭ ২
৬. সলমন খান ৫৫.৮ ৬
৭. অমিতাভ বচ্চন ৪১.২ ৮
৮. আলিয়া ভট্ট ৩৬.৫ ৯
৯. বরুণ ধবন ৩১.৬ ১০
১০. হৃত্বিক রোশন ৩১.০ ৭
বিগত বছর দীপিকার কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। একেবারে শুরুতে ‘পদ্মাবত’ সিনেমার সাফল্যে ভর করে বছর শুরু হয়েছিল তাঁর। বছরের শেষটাও খুব ভালো হয় তাঁর। কারণ, বছরের শেষে বলিউড তারকা রণবীর সিংহর সঙ্গে বিয়ে হয় তাঁর।