নয়াদিল্লি: হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুলের আচরণে অত্যন্ত সিনিয়র ক্রিকেটার হরভজন সিংহ। ভাজ্জি এতটাই অসন্তুষ্ট যে জানিয়ে দিয়েছেন, ওঁদের সঙ্গে এক টিম বাসেও চড়বেন না। বিসিসিআই ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, হার্দিক-রাহুলকে বাকি অস্ট্রেলিয়া সিরিজ আর খেলাবে না তারা, শিগগিরই তাঁরা দেশে ফিরছেন।


কফি উইথ কর্ণ-এর এক সিরিজে হার্দিক ও রাহুল অংশ নিয়েছিলেন। সেখানে সঞ্চালক কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, অসংখ্য মহিলার সঙ্গে সম্পর্ক আছে তাঁর, এ নিয়ে বাবা মার সঙ্গে খোলাখুলি আলোচনা হয়। রাহুল অবশ্য অনেক সংযত ছিলেন কিন্তু হার্দিকের কথা শুনে হাসেন তিনি। এই সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়, অভিযোগ ওঠে, মেয়েদের অপমান করেছেন তাঁরা। বোর্ডের প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই মন্তব্য করেন, হার্দিকের কথা নারীবিদ্বেষী, গা ঘিনঘিনে। যতদিন না তাঁদের আচরণের তদন্ত শেষ হচ্ছে, ততদিন সাসপেন্ড থাকবেন তাঁরা।

এ নিয়ে প্রশ্ন করা হলে অফ স্পিনার হরভজন সিংহও হার্দিক-রাহুলের তীব্র সমালোচনা করেন। বলেন, আগামীকাল যদি তাঁদের সঙ্গে কোনও পার্টিতে তাঁর দেখা হয়, তিনি কথাই বলবেন না। এমনকী স্ত্রী ও মেয়ে সঙ্গে থাকলে তাঁদের সঙ্গে এক টিম বাসেও উঠবেন না তিনি। বিসিসিআই-এর শাস্তিমূলক পদক্ষেপ সমর্থন রে তিনি বলেন, হাতে সময় থাকলে যার যা খুশি করতে পারে কিন্তু হার্দিক ও রাহুল দলের সুনাম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। দলে এ ধরনের সংস্কৃতি কখনও ছিল না।

হার্দিক অবশ্য তাঁর মন্তব্যের জন্য ইতিমধ্যেই বারবার ক্ষমা চেয়েছেন। রাহুল এখনও এ নিয়ে মুখ খোলেননি।