নয়াদিল্লি: বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে দীপিকা পাড়ুকোন! অভিনয়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন দীপিকা। বলিউডের গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছেন হলিউডে। শোনা যাচ্ছে, পারিশ্রমিকের ক্ষেত্রেও এই মুহূর্তে প্রথম স্থানে তিনি। পিছনে ফেলে টপকে গিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্ট, করিনা কপূর, ক্যাটরিনা কাইফকে।
সূত্রের খবর, এখন এক একটি প্রজেক্টের জন্য দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি টাকা। যেখানে প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কপূরের সে ধরনের প্রজেক্ট পিছু পারিশ্রমিক ৯ কোটি টাকা। সম্প্রতি শোনা গিয়েছিল ‘রেঙ্গুন’ ছবির জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন কঙ্গনা। কিন্তু পরে শোনা যায়, সে ছবির জন্য ৩ কোটি টাকা দেওয়া হয় তাঁকে।
সামনেই সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিংহ।
বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা!
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jul 2016 01:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -