সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে ‘নীতি পুলিশ’দের সমালোচনার মুখে দীপিকা
দীপিকা অবশ্য সমালোচকদের মন্তব্য উপেক্ষা করেছেন। যেমনটা করেছেন সানি ও ফতিমা। সানি সম্প্রতি তাঁর করবেট ন্যাশনাল পার্ক ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন। সমালোচকদের দাবি, তাঁর পোশাক উপযুক্ত নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সমালোচনার পাল্টা জবাবও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁরা দীপিকার পাশে দাঁড়িয়ে এ ধরনের নীতি পুলিশগিরির সমালোচনা করেছেন। তাঁদের কথায়, কী পরবেন, তা ঠিক করার অধিকার দীপিকার রয়েছে। গত বৃহস্পতিবার শেয়ার করা দীপিকার ছবির ওই পোস্টে প্রায় সাড়ে চার হাজারের বেশি 'কমেন্ট' ও ৫.৫ লক্ষ 'লাইক' পড়েছে।
সমালোচকরা তাঁর পোশায় নিয়ে সরব হয়েছেন। ওই পোশাক ‘অশ্লীল, সস্তা রুচির, জঘন্য ও অতি জঘন্য’ বলে নিন্দা করেছেন কেউ কেউ। কেউ কেউ তো আবার এক ‘ভারতীয় কন্যা’র ভাবমূর্তি খাটো করে দেখানোরও অভিযোগ তুলেছেন।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নীতি পুলিশগিরির শিকার এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর আগে শতিমা সানা শেখ ও সানি লিওন তাঁদের পোশাকের জন্য সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন। এবার একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় বিভিন্ন ধরনের সমালোচনামূলক মন্তব্যের শিকার হলেন দীপিকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -