দীপিকার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে সেই ভিডিও, যেখানে রণবীরকে তাঁ স্ত্রী সম্পর্কে এই বিশেষ কথা বলতে শোনা গিয়েছে। একে অপরের প্রতি ভালোবাসার কথা জানাতে দীপিকা ও রণবীর কোনও সুযোগই হাতছাড়া হতে দেন না। অনুষ্ঠানে পদ্মাবত সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারলেন না রণবীর। ধন্যবাদজ্ঞাপক ভাষণে পুরস্কার জয়ের সমস্ত কৃতিত্বই স্ত্রী দীপিকাকে দিলেন রণবীর।
রণবীরের এই আবেগপ্রবণ বক্তব্য শুনে দীপিকার চোখের জল আর বাঁধ মানেনি।
তাঁর বক্তব্যে রণবীর বলেন, ওই সিনেমায় রানীকে আমি পাইনি। কিন্তু বাস্তব জীবনে আমি রানীকে পেয়েছি।
একথা বলে রণবীর দীপিকার দিকে ইশারা করেন।
পরে রণবীর দীপিকার প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়ে বলেন, গত ছয় বছরে আমি যা কিছু সাফল্য পেয়েছি তার কৃতিত্ব দীপিকার। কেননা, দীপিকা তাঁকে মাটিতে পা রেখে চলতে সাহায্য করেছেন। সমর্থন করেছেন। এ সবের জন্য তিনি দীপিকাকে ধন্যবাদ জানান।
রণবীরের মুখ থেকে এই কথা শুনে কেঁদে ফেলেন দীপিকা।
রণবীর তাঁকে অভিনেতা হিসেবে তুলে ধরার জন্য পরিচালক সঞ্জয়লীলা বনশালীকেও ধন্যবাদ জানিয়েছেন।