কলম্বো: পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা (SL vs Pak)। তবে পাক-বধ করে উঠেও স্বস্তিতে নেই গতবারের চ্যাম্পিয়নরা। কারণ, চোট পেয়েছেন দলের সেরা স্পিনার। ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে যা নিয়ে উদ্বেগ শ্রীলঙ্কা শিবিরে।
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মহেশ তিকশানা (Maheesh Theekshana)। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিকশানা। আজ, শুক্রবার চোট পাওয়া জায়গার স্ক্যান করানো হবে। তারপর তিকশানা ফাইনালে খেলতে পারবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জয়ের জন্য ৪২ ওভারে পাকিস্তানের বিরুদ্ধে (PAK vs SL) শ্রীলঙ্কার টার্গেট ছিল ২৫২ রান। ১১ নম্বর বার এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে পৌঁছনোর হাতছানি ছিল তাঁদের সামনে। অপরদিকে, পাকিস্তানের সামনে সুযোগ ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের। ম্যাচের শেষ বল পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষমেশ দুই উইকেটে ম্যাচের শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেল শ্রীলঙ্কা। চরিথ আসালঙ্কা (Charith Asalanka) অপরাজিত ৪৯ রানে শ্রীলঙ্কাকে ফাইনালে পৌঁছে দেন।
বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন কুশল পেরিরা শ্রীলঙ্কার হয়ে শুরুটা দুরন্তভাবে করেন। তবে শাদাব খানের দুরন্ত ডাইরেক্ট হিটে আট বলে ১৭ রান করেই ফিরতে হয় তাঁকে। ২০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস (Kusal Mendis) ৫৭ রানের পার্টনারশিপে শ্রীলঙ্কান ইনিংসকে স্থিরতা প্রদান করেন। নিসাঙ্কা ২০ রানে আউট হওয়ার পর সাদিরা সামারাবিক্রমার সঙ্গে মিলে দ্বীপরাষ্ট্রের ইনিংসকে এগিয়ে নিয়ে যান মেন্ডিস।
তৃতীয় উইকেটে দুইজনে শতরানের পার্টনারশিপ গড়েন। তবে অর্ধশতরানের দোরগোড়ায় সামারাবিক্রমাকে ফেরান ইফতিকার। শ্রীলঙ্কান মিডল অর্ডার ব্যাটার ৪৮ রানে আউট হন। মেন্ডিস নিজের শতরানের দিকে অগ্রসর হচ্ছিলেন। তবে ৯১ রানে তাঁকেও সাজঘরের রাস্তা দেখান ইফতিকারই। শ্রীলঙ্কার মিডল অর্ডােরে ব্যাটিং ধস নামান ইফতিকার ও শাহিন শাহ আফ্রিদি। দাসুন শানাকা (২), ধনঞ্জয় ডি সিলভা (৫), দুনিথ ওয়ালালাগে (০), প্রমোদ মধুশান (১) সকলেই ব্যাট হাতে ব্যর্থ হন। একে একে ফেরেন সাজঘরে। তবে অপরপ্রান্তে উইকেট পড়লেও, আসালঙ্কা কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের কাজটি করে যান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial