মুম্বই: দীপ-বীরের পথ চলার দু বছর সম্পন্ন। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসলেন দুই তারকা।

২০১৩ সালে পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর ‘রামলীলা’ সিনেমায় কাজের সময় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমের শুরু। রুপোলি পর্দায় তাঁদের প্রেমকাহিনি দর্শক সানন্দে গ্রহণ করেছিলেন। ভক্তরা চেয়েছিলেন, বাস্তবেও এ জুটির পরিণয় হোক, হয়েছিলও সেটা।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে কঙ্কনি ও সিন্ধি রীতিতে বিয়ে করেন বলিউডের দুই তারকা। শনিবার তারকা-দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী।



এমন দিনে দীপিকা পাড়ুকোন স্বামীর সঙ্গে নিজের ছবি আপলোড করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটি মটরশুটির দুটি ডাল। শুভ বিবাহবার্ষিকী। তুমি আমাকে পূর্ণ করেছো।’ একই ছবি শেয়ার করে রণবীরের সোহাগমাখা জবাব, ‘আত্মা চিরতরে জড়িত, শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী। আমার পুতুল।’



বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে রণবীর সিংয়ের ‘৮৩’ সিনেমা, যা ২০২০ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনা অতিমারীর কারণে সম্ভব হয়নি। এ ছবিতে দীপিকাকে রণবীরের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া দীপিকাকে তেলুগু সুপারস্টার প্রভাসের বিপরীতেও সিনেমায় দেখা যাবে।