নয়াদিল্লি: করোনা-কালে ট্রাভেল লুক। কার্গো প্যান্টের সঙ্গে শার্টের যুগলবন্দি। গলায় কমলা রঙের স্কার্ফ। আর বাঁ কাধের উপর থেকে ডানদিকে ঘুরিয়ে ঝুলছে ব্যাগ। মাথা থেকে ঈষৎ বড় চুল নেমেছে ঘাড় অবধি নেমেছে।

দীপাবলির দিন এই ট্রাভেল লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন অক্ষয় কুমার। এ সবটাই আসলে তাঁর আসন্ন ছবি 'রাম সেতু'-র জন্য। যার ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা নিজেই।

অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী' প্রবল প্রত্যাশা তৈরি করলেও দর্শক বা সমালোচক কারওরই মন জয় করতে পারেনি। তাই হয়তো দর্শকদের চমক দিতে রাম সেতু-র লুক দীপাবলির দিনেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অক্ষয়।

ভগবান রামের আদর্শগুলি ও সেতু তৈরির কাহিনী দিয়ে এ প্রজন্মের সঙ্গে সংযোগ গড়ে তোলার চেষ্টা বলেই জানিয়েছেন 'বেবি' ছবির নায়ক। যেখানে রয়েছে উল্লেখযোগ্য একটা লাইন, স্ততিকথা না বাস্তব?



অভিষেক শর্মা পরিচালিত এই ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করে অক্ষয় কুমার লিখেছেন, 'এই দীপাবলিতে আমরা সমস্ত ভারতীয়দের চেতনায় জীবিত রাখার চেষ্টা করি। এমন একটি সেতু তৈরি করি যা আগামী প্রজন্মকে যুক্ত রাখবে। এই সুবিশাল কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার বিনীত চেষ্টা।'

এতদিন স্কটল্যান্ডে শ্যুটিং করছিলেন অক্ষয়। করোনার যাবতীয় সতর্কতা মেনে 'বেলবটম' ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন মিস্টার খিলাড়ি। এরপর ’পৃথ্বীরাজ‘ ছবির শ্যুটিং শুরু করার কথা তাঁর। অক্ষয় কুমার অভিনীত রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী' ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

তাই 'লক্ষ্মী' দর্শকদের খুশি করতে না পারলেও অক্ষয় কুমার ভক্তদের সঙ্গে সেতুবন্ধন থামচ্ছেন না। অনুরাগীরা হতাশ না হয়ে আরেকটু অপেক্ষা করতেই পারেন দুরন্ত আরও একটা সিনেমা অক্ষয়ের থেকে উপহার পাওয়ার জন্য।