সম্প্রতি মুম্বইতে একটি বিয়েবাড়িতে যান দীপবীর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরাই। আর তারপরেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ছবি।
বলিউডের প্রথম সারির নায়িকা দীপ্পিকে সাদা শাড়িতে অপূর্ব দেখাচ্ছিল এইদিন। আর রণবীর সিংহ পরেছিলেন একেবারে স্ত্রী-র বিপরীত রঙের পোষাক, কালো।
বিয়েবাড়িতে বাচ্ছাদের সঙ্গে আরও ছবি শেয়ার করেন দীপিকা রণবীর।
সাদার ওপর লাল ফুল আঁকা শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা সাজ সেজেছিলেন দীপিকা। কালো পোশাকে রণবীর আর দীপ্পির একেবারে পারফেক্ট ফ্রেম।
দেখে নিন বিয়েবাড়িতে দীপভিরের কিছু মূহূর্ত।