কলম্বো: একের পর এক বিস্ফোরণে মৃত্যুমিছিল শ্রীলঙ্কায়। ২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জখম বহু। এই প্রেক্ষাপটে ভুয়ো খবর ছড়ানো ঠেকাতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোস্যাল মিডিয়া মঞ্চকে ব্লক করে দিল শ্রীলঙ্কা সরকার। আজকের বিস্ফোরণগুলির পর মিথ্যা খবর ছড়ানোর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে প্রেসিডেন্ট ভবন থেকে দেওয়া বিবৃতিতে। তাতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী নাশকতার সার্বিক তদন্ত করছে, তা শেষ না হওয়া পর্যন্ত সোস্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
প্রেসিডেন্টের অফিস থেকে ট্যুইট করা হয়েছে, প্রেসিডেন্ট মইথিরিপালা সিরিসেনা দেশকে চরম সংযম, ধৈর্য্য ধরে চলতে বলেছেন, ভিত্তিহীন গুজব, মিথ্যা খবরে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে ফেসবুক অবশ্য বিস্ফোরণের পর তাদের ক্রাইসিস রেসপন্স টুলকে সক্রিয় করেছে বলে খবর। এর মাধ্যমে বিস্ফোরণের সঠিক খবর, তথ্য পাওয়া যাবে, লোকে নিজেদের নিরাপদ আছেন বলে জানাতে পারবেন, বিপদে পড়া চেনাশোনা মানুষজন, আত্মীয়স্বজনের খোঁজখবরও নিতে পারবেন।
বিস্ফোরণের পরপরই দেশের আইন রূপায়ণকারী এজেন্সিগুলি জনগণকে বাড়িতেই থাকার পরামর্শ দেয়। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ধরে দেশের বাইরে যাওয়ার লোকজনকে বাড়তি নিরাপত্তা প্রক্রিয়ার জন্য অন্তত ৪ ঘন্টা আগে আসতে বলা হয়।
বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে ভুয়ো খবর ছড়ানো ঠেকাতে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্লক করল শ্রীলঙ্কা
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2019 07:46 PM (IST)
ফেসবুক অবশ্য বিস্ফোরণের পর তাদের ক্রাইসিস রেসপন্স টুলকে সক্রিয় করেছে বলে খবর। এর মাধ্যমে বিস্ফোরণের সঠিক খবর, তথ্য পাওয়া যাবে, লোকে নিজেদের নিরাপদ আছেন বলে জানাতে পারবেন, বিপদে পড়া চেনাশোনা মানুষজন, আত্মীয়স্বজনের খোঁজখবরও নিতে পারবেন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -