মুম্বই: আলোর উৎসবে ‘আলোকময়’ আবির্ভাব। দীপাবলিতে মেয়ের চেহারা প্রকাশ করলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ছোট্ট দুয়াকে সকলের সামনে নিয়ে এলেন তারকা দম্পতি। দীপাবলির শুভেচ্ছা জানালেন সকলকে। (Dua Padukone Singh First Picture)
দীপিকা ও রণবীরের মেয়েকে দেখার আশায় কার্যতই হাপিত্যেশ করে বসেছিলেন তাঁদের অনুরাগীরা। কিন্তু এতদিন একরত্তিকে সামনে আনেননি তাঁরা। বরং লুকিয়ে ছবি তোলার চেষ্টা হলে, মেয়েকে আড়াল করতেই দেখা যায় তাঁদের। তবে এবার অপেক্ষার শেষ হল। (Bollywood News)
দীপাবলি উপলক্ষে গোটা দেশ যখন মাতোয়ারা, সেই সময় মঙ্গলবার অপেক্ষার অবসান ঘটালেন দীপিকা ও রণবীর। সোশ্যাল মিডিয়ায় একরত্তিকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেছেন তিনি। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনজনে মিলে।
দীপিকা ও রণবীর যে ছবি প্রকাশ করেছেন, তাতে ভারতীয় পোশাকে ধরা দিয়েছেন ত্রয়ী। রণবীর অফ হোয়াইট কুর্তা ও কোট পরলেও, দীপিকা এবং দুয়ার পরনে রয়েছে লাল। ভারী সোনার গয়না পরেছেন দীপিকা। ছোট্ট দুয়ার মাথায় ঝুটি বাঁধা। কপালে ছোট্ট টিপ। মা-বাবার কোলে কখনও আহ্লাদী দুয়া, কখনও আবার ভক্তিভাবে হাতজোড় করে রয়েছে।
ছোট্ট দুয়ার দেখা পেয়ে উচ্ছ্বসিত দীপিকা এবং রণবীরের অনুরাগীরা। সোশ্য়াল মিডিয়ায় একরত্তিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। বলিউডের অন্য তারকারও মিষ্টি মেয়ে দুয়াকে দেখে আপ্লুত।
২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ইতালির লেক কোমোয় বিয়ে সারেন তাঁরা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে দুয়া। তার পর এই প্রথম একরত্তির দর্শন পাওয়া গেল। দুয়ার পুরো নাম দুয়া পাড়ুকোন সিংহ। মা-বাবা দু'জনের পদবীই রয়েছে।
দুয়াকে গোড়া থেকেই আড়াল করে আসছিলেন দীপিকা ও রণবীর। বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা থাকত দুয়ার জন্য। তার ফাঁকেও সম্প্রতি দূর থেকে দুয়ার ভিডিও তুলে সোশ্য়াল মিডিয়ায় ফাঁস করে দেন কেউ। সেই ভিডিও-তে রীতিমতো রুষ্ট হতে দেখা যায় দীপিকাকে। কেন ক্যামেরা তাক করে আছেন, তা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। যদিও সেই ভিডিও এতটাই অস্পষ্ট ছিল, দুয়ার মুখ বোঝা যায়নি।